সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধ করছে ভারতীয়রা। বিষয়টি স্বীকারও করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) নয়াদিল্লি জানিয়েছে, ভারতের কিছু নাগরিক রাশিয়ান সেনাবাহিনীতে সহায়ক হিসেবে চাকরি করছে। তাদের মুক্তি নিশ্চিতে মস্কোর সঙ্গে কাজ করছে তারা। খবর ডয়েচে ভেলের।
এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমরা সব ভারতীয় নাগরিককে যথাযথ সতর্কতা অবলম্বন এবং সংঘাত থেকে দূরে থাকার আহ্বান জানাচ্ছি।
এর আগে, গত বুধবার ভারতের দৈনিক দ্য হিন্দু জানিয়েছিল, ইউক্রেনের সম্মুখ যুদ্ধ চলছে এমন শহরে ভারতের ১৮ নাগরিক আটকে পড়েছে। এর মধ্যে তিনজনকে রাশিয়ার সেনাবাহিনীর হয়ে কাজ করতে বাধ্য করা হয়েছে।
প্রতিবেদনে দ্য হিন্দু অভিযোগ করে জানায়, দুবাইভিত্তিক নিয়োগ প্রতিষ্ঠান দ্বারা প্রতারিত হয়েছে ভারতীয়রা। তাদের বেশি পারিশ্রমিক ও রাশিয়ার পাসপোর্ট দেওয়ার কথা বলে সেখানে নেওয়া হয়। যখন ভারতীয়রা মস্কো পৌঁছায় তখন তাদের অস্ত্র ও গোলাবারুদ পরিচালনার প্রশিক্ষণ দেওয়া হয়। আর গত মাসে তাদের ফ্রন্টলাইনে পাঠানো হয়।
দৈনিকটি বলছে, দুবাইভিত্তিক প্রতিষ্ঠানটি গত বছর শতাধিক ভারতীয়কে নিয়োগ দিয়েছে। তাদের চুক্তি আগামী বছর শেষ হবে।
গত মাসে নেপাল কর্তৃপক্ষ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাশিয়া ও ইউক্রেনের হয়ে কাজ করা থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে। রাশিয়ার সামরিক বাহিনীর হয়ে কাজ করতে গিয়ে অন্তত ১০ নেপালি সৈন্য প্রাণ হারিয়েছে।
এম