সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কেন্দ্রীয়ভাবে জোট সরকার গঠনে আগের থেকে কিছুটা নমনীয় হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। রাজনৈতিক প্রতিপক্ষ বিলওয়াল ভুট্টো জারদারির দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সঙ্গে আলোচনা করতে রাজি হয়েছেন সাবেক এই ক্রিকেটার। সূত্রের বরাতে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে জিও নিউজ।
সূত্র জানিয়েছে, কারাবন্দি ইমরান খান পিপিপির সঙ্গে কথা বলতে ‘প্রস্তুত’। ওই সূত্র বলেন, ‘দুদলের মধ্যে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে। কেন্দ্রে সরকার গঠনের বিষয়ে পিটিআই ও পিপিপির মধ্যে আলোচনার জন্য একটি কমিটি গঠন করা হবে।’
গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণের তিনদিন পর ১১ ফেব্রুয়ারি সবগুলো আসনের ফলাফল ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)। ঘোষিত ফলাফলে স্বতন্ত্ররা এগিয়ে রয়েছে, যার মধ্যে বেশিরভাগই পিটিআই সমর্থিত। স্বতন্ত্ররা এগিয়ে থাকলেও দল হিসেবে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)। দল হিসেবে দ্বিতীয় অবস্থানে রয়েছে পিপিপি। কেন্দ্রীয় সরকার গঠনে পিপিপিসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে পিএমএল-এন।
এই নির্বাচনকে প্রভাবিত করা হয়েছে এবং ভোটের ফলাফল পাল্টানো হয়েছে এমন অভিযোগ করে আসছে পিটিআই। একই অভিযোগ করছে জমিয়ত উলেমা-ই-ইসলাম ফজল (জিইউআই-এফ), আওয়ামী ন্যাশনাল পার্টি, জামায়াত-ই-ইসলামী ও অন্যান্য দলগুলো। এ নিয়ে আন্দোলনের কথাও জানিয়েছে তারা। অভিযোগ করা দলগুলোর সঙ্গে জোট করতে মরিয়া পিটিআই।
দেশের স্থিতিশীলতা ফেরাতে পিটিআইয়ের স্বতন্ত্রদের সঙ্গে আলোচনায় বসার কথা দুদিন আগে জানিয়েছিলেন পিপিপির কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি। এরপরেই ইমরান খানের আলোচনা বসার কথা সামনে এলো।
আসিফ আলী জারদারি বলেন, ‘আমরা চাই, জোট সরকারে পিটিআইও অংশ নিক। আমরা শুধু পিটিআইকে নয়, সব রাজনৈতিক দলকে জোটের অংশ হিসেবে চাই। সব দলরে পুর্নমিলন চাই।’
তবে, পিপিপির সঙ্গে জোট করার বিষয়টি উড়িয়ে দিয়েছে পিটিআই। দলটির নেতা ব্যারিস্টার মুহাম্মদ আলী সাইফ বলেন, ‘আমাদের দল নেতা পিপিপি ও পিএমএল-এনের সঙ্গে আলোচনা করতে মানা করেছে। যে খবর ছড়েছে সেটি ভুয়া। দলের প্রতিষ্ঠাতা বলেছেন, আমরা বিরোধী দলে বসবো কিন্তু, পিপিপি ও পিএমএল-এনের সঙ্গে জোট করব না।’
রাওয়ালপিন্ডির জেলে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ শেষে ব্যারিস্টার গহর খান ও শের আফজাল মারওয়াতও পিপিপির সঙ্গে জোটের বিষয়টি নাকচ করে দেন। মারওয়াত সাংবাদিকদের বলেন, ‘পিপিপির প্রস্তাব আমরা দলের প্রতিষ্ঠাতাকে জানিয়েছিলাম। তবে, তিনি এটি প্রত্যাখ্যান করেছেন।’
এদিকে, পিটিআই প্রধান প্রধানমন্ত্রী হিসেবে দলের মহাসচিব ওমর আইয়ুবের নাম প্রস্তাব করেছে। পিটিআই নেতা আসাদ কায়সার এ তথ্য জানিয়েছেন। এর আগে আদিয়াল জেলে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
সূত্র বলছে, অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপে যে কমিটি গঠন করা হবে তার নেতৃত্ব দিবেন কায়সার। পিটিআই প্রতিষ্ঠাতা এমনটিই জানিয়েছেন। সূত্র মতে, ইমরান খান কায়সারকে বলেছেন, সমস্ত সিদ্ধান্ত রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে পরামর্শ করে নেওয়া হবে এবং সরকার গঠনের প্রস্তুতি নিতে হবে।
এম