সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নিজেদের ওয়ান্টেড তালিকায় এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কাজা ক্যালাসকে নাম অন্তর্ভুক্ত করেছে রাশিয়া। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দেশটির একটি সরকারি নথিতে ক্যালাসের নাম দখা যায়। রাশিয়া ও ইউক্রেন নিয়ে পশ্চিমাদের উত্তেজনার মধ্যেই এই খবর এলো। খবর দ্য গার্ডিয়ানের।
প্রতিবেদনে লন্ডনভিত্তিক গণমাধ্যমটি জানায়, রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথিতে থাকা ফৌজদারি মামলার আসামির জায়গায় ক্যালাসের নাম রয়েছে। তবে, এস্তোনিয়ার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
এই প্রথমবারের মতো বিদেশি কোনো নেতার নাম রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নাম ওয়ান্টেড তালিকায় এসেছে।
ইউক্রেনের কট্টর সমর্থক ক্যালাস। কিয়েভকে সামরিক সহায়তা বৃদ্ধি এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা কঠোর করতে জোর প্রচেষ্টা চালাচ্ছে তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সোভিয়েত সৈন্যদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ অপসারণের জন্য চাপ দিয়ে আসছে ক্যালাস। এর জেরে তার ওপর ক্ষুব্ধ মস্কো।
এম