সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কারাগারে থাকা থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ও ধনকুবের থাকসিন সিনাওয়াত্রা মুক্তি পেতে যাচ্ছেন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দেশটির প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন এ তথ্য জানিয়েছেন। খবর আল-জাজিরার।
ক্ষমতার অপব্যবহারের অভিযোগের মামলায় ৭৪ বছর বয়সী থাকসিনের আট বছরের জেল হয়। তবে, রাজার কাছে ক্ষমা চাওয়ায় তার সাজার মেয়াদ এক বছর করা হয়। প্যারোলে মুক্তি পাবেন তিনি।
স্রেথা থাভিসিন বলেন, ‘এটা আনুষ্ঠানিক বক্তব্য। আইন অনুযায়ী তিনি মুক্তি পাবেন। আইন অনুযায়ী, সাধারণ জনগণ যেমন করে মুক্তি পাই সিনাওয়াত্রাও তেমনটা পাবেন। পূর্বে যা হয়েছে তা আগের কথা।’
২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত থাকসিন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন। সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাকে উৎখাত করা হয়। ১৪ বছরের নির্বাসন শেষে গত আগস্টে দেশে ফেরেন তিনি। এরপরেই তাকে গ্রেপ্তার করা হয় এবং সাজা ভোগের জন্য কারাগারে পাঠানো হয়।
কারাগারে এক রাত কাটানোর পরই থাকসিন অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে রাজার কাছে ক্ষমা চাইলে এই ধনকুবেরের সাজা কমানো হয়।
এর আগে থাইল্যান্ডের স্থানীয় গণমাধ্যমগুলো বিচারমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছিল, মঙ্গলবার মুক্তি পাওয়া ৯৩০ জনের মধ্যে সিনাওয়াত্রা একজন। বয়স ও তার শারীরিক অবস্থার জন্য তাকে মুক্তি দেওয়া হচ্ছে।
থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত ও প্রভাবশালী ব্যক্তিদের অন্যতম থাকসিন। তার বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। প্রধানমন্ত্রী থাকাকালে মাদকের সঙ্গে যুদ্ধের নামে দক্ষিণাঞ্চলের মুসলমানদের নিধন করেছিলেন তিনি। পরবর্তীতে থাকসিনের বিরুদ্ধে অভিযোগটি প্রমাণিত হয়।
এম