সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
যুক্তরাষ্ট্রের ন্যাটো মিত্রদের আক্রমণে রাশিয়াকে উৎসাহিত করার কথা জানিয়েছেন দ্বিতীয় মেয়াদে রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট হতে চাওয়া ডোনাল্ড ট্রাম্প। কোন দেশগুলোর ওপর আক্রমণ করতে উৎসাহিত করবেন সে তথ্যও জানিয়েছেন তিনি।
তার মতে, যেসব ন্যাটোভুক্ত দেশ সংগঠনটিতে সামান্য পরিমাণ অর্থ দেয় তাদেরকেই আক্রমণে উৎসাহিত করবেন সাবেক প্রেসিডেন্ট। খবর দ্য গার্ডিয়ানের।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার সাউথ ক্যারোলিনার কনওয়েতে একটি নির্বাচনি প্রচারণায় এমন বিস্ফোরক মন্তব্য করেন ট্রাম্প। তবে, প্রেসিডেন্ট প্রার্থীর এ মন্তব্যকে ভয়াবহ বলে আখ্যা দিয়েছে হোয়াইট হাউস।
নির্বাচনি প্রচারণায় ইউক্রেনকে দেওয়া সহায়তার বিষয়েও আওয়াজ তুলেন সাবেক প্রেসিডেন্ট। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়ার আক্রমণে ধুকছে ইউক্রেন। ন্যাটোর সদস্য হতেও বেশ আগ্রহী কিয়েভ।
শনিবারের প্রচারণায় ট্রাম্প দাবি করেন, ন্যাটোর একটি বৈঠকে অপর একটি দেশের শীর্ষ নেতাকে তিনি বলেছেন, অপরাধী কোনো দেশকে রক্ষা করবে না যুক্তরাষ্ট্র। এ সময় বৃহৎ একটি দেশের প্রেসিডেন্ট দাঁড়িয়ে যান এবং বলেন, যদি আমরা অর্থ না দেই তাহলে কি রাশিয়া আমাদের আক্রমণ করবে। যুক্তরাষ্ট্র কি আমাদের রক্ষা করবে না। জবাবে ট্রাম্প বলেন, আপনি অর্থ দিচ্ছেন না মানে আপনি অপরাধী। আমি আপনাকে রক্ষায় এগিয়ে যাবো না। উল্টো আমি তাদের (রাশিয়া) আক্রমণ করতে উৎসাহিত করব। আপনাকে দিতে হবে। নির্দিষ্ট সময়ে আপনাকে আপনার অর্থ দিতে হবে।
ট্রাম্পের মন্তব্যের জেরে হোয়াইট হাউসের মুখপাত্র অ্যান্ডু বেইটস বলেন, আমাদের মিত্রদের আক্রমণে উৎসাহিত করা ভয়ঙ্কর। এটি আমেরিকার জাতীয় নিরাপত্তা, বৈশ্বিক স্থিতিশীলতা ও আমাদের অর্থনীতিকে বিপন্ন করে।
স্নায়ু যুদ্ধ শেষে প্রতিরক্ষা ব্যয় কমাতে একমত হয়েছিল ন্যাটো জোট। কিন্তু, ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখলে নেয় রাশিয়া। এরপরেই ২০২৪ সাল পর্যন্ত জিডিপির দুই শতাংশ প্রতিরক্ষায় খরচে একমত হয় ন্যাটোভুক্ত দেশগুলো।
এম