দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
উত্তর কোরিয়া তাদের পশ্চিম উপকূলের সমুদ্রে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলেছে, পিয়ং ইয়ং এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তৃতীয়বারের মতো ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে এই ক্ষেপণাস্ত্রের ধরণ এখনও জানা যায়নি। খবর রয়টার্সের।
২৮ জানুয়ারি পিয়ংইয়ং এর পূর্ব উপকূলে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দুই দিনের মাথায় পশ্চিম উপকূলে আরেকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হলো। যুদ্ধের শঙ্কায় দুই কোরিয়ায় উত্তেজনা এখন চরমে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ গত সপ্তাহে জানিয়েছে, দেশটি একটি নতুন কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার (২৯ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৭ টার দিকে ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়। দক্ষিণ কোরিয়া এবং মার্কিন গোয়েন্দা কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
কে