সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কাজাখস্তানের সবচেয়ে বড় শহর আলমাটিতে একটি হোস্টেলে আগুন লেগে ১৩ জন মারা গেছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে। শহরের জরুরি বিভাগ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
নিহত নয়জন কাজাখ, দুজন রাশিয়ার এবং দুজন উজবেকিস্তানের নাগরিক বলে জানিয়েছে আলমাটি পুলিশ।
দেশটির পুলিশ জানায়, একটি তিন তলা হোস্টেল ভবনে ভোরে আগুন লাগে যার গ্রাউন্ড এবং বেসমেন্ট লেভেলে ৭২ জন অতিথি ছিল। ক্ষতিগ্রস্থরা কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় মারা গেছে, বাকি ৫৯ জন ভবন ছেড়ে যেতে সক্ষম হয়েছে।
ভারত থেকে আসা একজন ছাত্রসহ চারজন চিকিৎসা সহায়তা চেয়েছিলেন, বলেও জানায় পুলিশ।
তবে দেশটির পুলিশ জানায়, আগুন লাগার কারণ এখনও অস্পষ্ট। সরকার বলেছে, এটি তদন্তের জন্য একটি বিশেষ কমিশন গঠন করেছে।
সূত্র: রয়টার্স
এও