সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কানাডীয় শিখ নেতা হরদিপ সিং নিজ্জার হত্যার ঘটনায় ভারতের সঙ্গে উত্তেজনাময় পরিস্থিতির মধ্যেই নিজ দেশের নাগরিকদের ‘ভারত ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা’ দিয়েছে কানাডা।
দুই দেশের উত্তেজনার মধ্যে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) নিজ দেশের নাগরিকদের ভারত ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেয় দেশটি। খবর: এনডিটিভির।
অবশ্য এই সতর্কতার সঙ্গে শিখ নেতার হত্যার বিষয়টির সংশ্লিষ্টতা রয়েছে কিনা স্পষ্ট করা হয়নি।
শিখ বিচ্ছিন্নতাবাদী হরদীপ সিং নিজার হত্যা ঘটনায় ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে উত্তেজনা বাড়ছেই। ইতোমধ্যে এ হত্যাকাণ্ডের জন্য ভারত সরকারের সরাসরি সম্পৃক্ততা থাকার অভিযোগ এনেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
কানাডা অবশ্য তাদের নাগরিকদের ভ্রমণ সতর্কতা প্রায়ই দিয়ে থাকে। এর আগেও কানাডিয়ান নাগরিকদের আসাম ও সহিংসতা-বিধ্বস্ত মণিপুরসহ জম্মু-কাশ্মীর এবং উত্তর-পূর্বে ভ্রমণে সতর্ক করেছিল সে দেশের সরকার।
প্রসঙ্গত, ২০২৩ সালের ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়া রাজ্যে খুন হন দেশটির ভারতীয় বংশোদ্ভূত শিখ নেতা হরদিপ সিং নিজ্জার। তিনি ভারতের পাঞ্জাবে শিখদের স্বাধীন রাষ্ট্র খালিস্তানের সমর্থনে প্রকাশ্যে প্রচার-প্রচারণা চালাতেন। ভারত আগে হরদিপকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়েছিল।
জেডএ