সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আজ আলোচনা করব নেপচুন সম্পর্কে। জ্যোতিষ শাস্ত্রর প্রাচ্য শাখায় নেপচুনকে বরুণ নামে অবিহিত করা হয়। একেও পনির দেবতা বলা হয় প্রাচ্যে। পাশ্চাত্য মতে নেপচুন রহস্যময়তার কারক ও মীন রাশির অধিপতি। নেপচুন ১৬৫ বছরে একবার রাশি চক্র পরিভ্রমণ করে। এক রাশিতে গড়ে ১৪ বছর করে অবস্থান করে। নেপচুন নির্দেশ করে ক্ষতি, কষ্টেমৃত্যু, লোভ, মোহ, কামাসক্তি, বিশৃঙ্খলা,কর্মত্যাগের ইচ্ছা, কর্মের আমূল-পরিবর্তন, কল্পনা প্রবণতা, স্বপ্নদর্শন, পরমার্থচিন্তা, রহস্যপ্রিয়তা, উদ্দেশ্যহীন ভ্রমণ, গোপনে সংবাদ সংগ্রহ, ঐন্দ্রিজালিকবিদ্যা, হঠাৎ ধনলাভ, নিষিদ্ধ প্রণয়, দাম্পত্য অশান্তি, পরনির্ভরশীলতা, অস্থিরতা, মানসিক চাপ, এ্যানেমিয়া, স্বাস্থ্যহানি, দূরারোগ্য ব্যধি নির্দেশক।
দেহভাবে নেপচুন মেরুদণ্ডের হাড়, নার্ভ কোষ, পা-এর পাতা, মস্তিস্কের গ্রন্থি,ট্যালিপ্যাথিক বিষয়, রক্তের কণিকা নির্দেশক। নেপচুন সমূদ্র সংক্রান্ত বিষয়, তরল পদার্থ, শাস্ত্রীয় বিষয়, মোহনীয় বিষয়, চলচ্চিত্র, স্বপ্নতত্ব, মায়াজাল, যাদু, প্রবঞ্চনা, আধ্যাত্মীক বিষয়, আদিভৌতিক বিষয়, এবং যেসব বিষয় আমরা বিনা প্রশ্নে মেনে নেই। মাদকশক্তি, কোমল পানিয়,মদ, জুয়া, বিশাদ, নিশাচর, সমাধি ক্ষেত্র, ছলনাময় ও কুচক্র নির্দেশ করে। বর্তমান পৃথিবীতে জাহাজিকরন ও সুইফটসহ যাবতীয় ভার্চুয়াল বিষয় সফটওয়্যারকে নির্দেশ করে।
এ সপ্তাহে (১৫ ডিসেম্বর ২০২৩ থেকে ২১ ডিসেম্বর ২০২৩): শুক্র তুলা রাশিতে অবস্থান, বুধের ধনু রাশিতে বক্র অবস্থান, রবির ১৭ তারিখে মকরে গমণ ও মঙ্গলের বৃশ্চিক রাশিতে অবস্থান, বক্র বৃহস্পতির মেষ রাশিতে ও রাহুর মীন ও কেতুর কন্যা রাশিতে অবস্থান, শনির কুম্ভ রাশিতে, ইউরেনাসের মেষ ও নেপচুনের কুম্ভ রাশিতে গোচর এবং চন্দ্রর ধনু, মকর, কুম্ভ ও মীন রাশিতে গোচরে কেমন যাবে বর্তমান সপ্তাহ জানার চেষ্টা করি।
মেষ রাশি (২১ মার্চ থেকে ২০ এপ্রিল): সপ্তাহের শুরুতেই জীবন জীবিকার জন্য বিদেশ যাত্রায় আসবে সাফল্য। অসমাপ্ত শিক্ষাজীবনকে পূণরায় আরম্ভ করার সুযোগকে কাজে লাগাতে হবে। বিদেশ থেকে ভালো সংবাদ আসবে। মধ্যভাগে কর্মজীবনে সফলতার আশা। চাকরিজীবীদের কাজে কর্মে উন্নতি ও ইনক্রিমেন্ট-এর যোগ। বেকারদের চাকরি লাভে অগ্রগতি। শেষার্ধে বন্ধুর সাহায্য লাভ। বকেয়া বিল বেতন আদায় হবে। শেষদিকে ব্যয় বৃদ্ধি। আমদানি-রপ্তানি বাণিজ্যে অগ্রগতি। প্রবাসীদের কর্মময় জীবনে সাফল্য লাভের সময়। আইনের জটিলতা কমবে।
বৃষ রাশি (২১ এপ্রিল থেকে ২০ মে): সপ্তাহের শুরুতেই আর্থিক ক্ষেত্রে সতর্ক হতে হবে। এ সময়ে উইলকৃত ধন সম্পত্তি লাভের সুযোগ আসবে। পাওনাদারের সঙ্গে ঝামেলা মিটে যাবে। মধ্যভাগে ভাগ্য উন্নতির সুযোগ আসবে। জীবিকার জন্য বিদেশ যাত্রার যোগ। বৈদেশিক বাণিজ্যে সফল হবেন। ধর্মীয় কাজের জন্য ভ্রমণের যোগ। শেষার্ধে কর্মক্ষেত্রে উন্নতি হবে। তবে সহকর্মী বা পদস্ত কর্মকর্তার সঙ্গে ভুল বোঝাবুঝির যোগ। শেষদিকে বড় ভাই-বোনের সাথে সম্পর্কের উন্নতি হবে। প্রবাসী বন্ধুর সাহায্য পাবেন।
মিথুন রাশি (২১ মে থেকে ২০ জুন): সপ্তাহের শুরুতেই অবিবাহিতদের বিয়ের যোগ। ডিভোর্সিদের বিয়ের প্রস্তাব আসবে। ব্যবসা বাণিজ্যে নতুন বিনিয়োগ করতে হবে। মধ্যভাগে ঋণ লাভের যোগ প্রবল। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে ভালো রোজগার হবে। এ সময়ে পুরোনো পাওনাদারের সাহায্য পাবেন। শেষার্ধে ভাগ্য উন্নতির সুযোগ আসবে। জীবন জীবিকার জন্য বা সুখের সন্ধানে বিদেশ যাত্রা যোগ। শেষ দিকে কর্মময় জীবনে সাফল্য লাভের আশা। পদস্ত কর্মকর্তার সাহায্য পাবেন। পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। নতুন চাকরি লাভের সময়। কর্কট রাশি (২১ জুন থেকে ২০ জুলাই): সপ্তাহের শুরু হবে নানা রকম পারিবারিক ঝামেলা দিয়ে। কাজের লোক বা কর্মচারীদের সঙ্গে জটিলতা এড়িয়ে চলতে হবে। মধ্যভাগে দাম্পত্য জীবনে সুখ শান্তির আশা। অংশীদারি ব্যবসা বাণিজ্যের নতুন সুযোগ লাভ। সাংসারিক ক্ষেত্রে জীবন সাথীর পূর্ণ সাহায্য লাভ। শেষার্ধে ব্যবসায়ীক বিষয়ে সাফল্য লাভের আশা। তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগে সাবধান। শেয়ার ব্যবসায়ীরা আশানুরূপ লাভ করতে ব্যর্থ হবেন। শেষদিকে ভাগ্য উন্নতির জন্য বিদেশ যাত্রা যোগ। উচ্চ শিক্ষা ও গবেষণামূলক কাজে সফল হবেন।
সিংহ রাশি (২১ জুলাই থেকে ২১ আগস্ট): শুরুতে নিজের মেধা দিয়ে উন্নতি করতে পারবেন। সন্তানের বিষয়ে সাফল্য লাভের আশা। প্রেম ভালোবাসায় সফল হবেন। মধ্যভাগে শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক হতে হবে। কাজের ক্ষেত্রে চলমান বাধা কাটিয়ে উঠতে পারবেন। কর্মচারী বা কাজের লোকের ওপর বিরক্ত হতে পারেন। শেষার্ধে দাম্পত্য জটিলতা কমবে। জীবন সাথীর পেছনে কিছু অর্থ ব্যয় হবে। শেষ দিকে ব্যাংক ঋণ সংক্রান্ত কাজে সফল হবেন। চিকিৎসক ও চিকিৎসা সংক্রান্ত কাজের দ্বারা রোজগার বাড়বে। বিনিয়োগে ভালো লাভের আশা।
কন্যা রাশি (২২ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর): সপ্তাহর শুরুতেই আত্মীয় বিরোধ বিষয়ে সতর্ক হতে হবে। গৃহে বহু আত্মীয় সমাগম হবে। স্থাবর সম্পত্তি বা যানবাহন লাভের যোগ প্রবল। মধ্যভাগে প্রেম ভালোবাসায় আসবে সাফল্য। সৃজনশীল কাজের জন্য সম্মানিত হবেন। শেষার্ধে কাজে কর্মে কিছু ভুল বোঝাবুঝির সম্মুখীন হবেন। ব্যবসায়ীক কাজে কর্মচারী বাধা সৃষ্টি করবে। কারও সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। শেষদিকে দাম্পত্য জীবনে সাফল্য লাভ। অবিবাহিতদের বিয়ের আলোচনায় উন্নতি হবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যে সফল হবেন। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর): সপ্তাহের শুরুতেই মধ্যস্ততার কাজে অর্থ লাভের যোগ। ছোট ভাই বোন ও পাড়া প্রতিবেশীর সাহায্য পাবেন। নিজেস্ব প্রচার প্রচারণা ও ব্যবসায়ীক সফলতার সময়। মধ্যভাগে স্থাবর সম্পত্তি লাভ। পারিবারিক কাজে সফল হতে পারবেন। মায়ের কাছ থেকে অর্থপ্রাপ্তি। কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণ হবে। শেষার্ধে প্রেম ভালোবাসায় সাফল্য লাভের সময়। রহস্যজনক কাজে ভালো রোজগার হবে। শেষ দিকে কর্মক্ষেত্রে সহকর্মী ও অধিনস্ত কর্মচারীদের সাহায্য পাবেন। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। কর্মচারী বদল করতে পারেন।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর থেকে ২১ নভেম্বর): সপ্তাহের শুরুতেই বকেয়া টাকা আদায়ে সফল হবেন। খুচরা পাইকারি বিক্রেতাদের ভালো লাভ হবে। সঞ্চয়ে আসবে সাফল্য। মধ্যভাগে বৈদেশিক যোগাযোগে উন্নতির আশা। গণমাধ্যমে কাজের সুযোগ পাবেন। ব্যবসায়ীক কাজে সফলতার সময়। ই-কমার্স ব্যবসায় সফলতা আসবে। শেষার্ধে প্রত্যাশা পূরণে বাধা বিপত্তি আসবে। স্থাবর সম্পত্তি সংক্রান্ত কাজে সফল হবেন। এ সময়ে আত্মীয় বিরোধ এড়াতে হবে। শেষ দিকে ভালো কোনো কাজের পেছনে অর্থ ব্যয়। প্রেম ভালোবাসায় সাফল্য লাভের সময়।
ধনু রাশি (২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর): সপ্তাহের শুরুতেই নিজের স্বপ্নপূরণের সুযোগ আসবে। শারীরিক অবস্থার উন্নতি হতে থাকবে। পারিবারিক জীবনে চলা কিছু জটিলতা দূর হবে। মধ্যভাগে আয় রোজগার বৃদ্ধির যোগ। ব্যবসায়ীক ক্ষেত্রে সফল হতে পারবেন। বাড়িতে আত্মীয় কুটম্বর আগমন হবে। গৃহস্থালি জীবনে উন্নতি হবে। শেষার্ধে গণমাধ্যমে কাজের যোগ। বৈদেশিক বাণিজ্যে রহস্যজনক ঘটনা ঘটবে। ছোট ভাই-বোনের বিবাহশাদীর যোগ। শেষদিকে পারিবারিক কোনো স্বপ্নপূরণ হবে। যানবাহন ও গৃহ স্থাবর সম্পত্তি বিষয়ে সফল হতে পারবেন।
মকর রাশি (২১ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি): প্রবাসী জীবনে সপ্তাহের শুরুতেই আসবে সাফল্য। ব্যবসা বাণিজ্যের জন্য বিদেশ যাত্রার সুযোগ আসবে। গৃহস্থালি প্রয়োজনে ব্যয় বৃদ্ধি। দূরে বেড়াতে যেতে পারেন। মধ্যভাগে আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে। কর্মক্ষেত্রে চলমান বাধা দূর হয়ে যাবে। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। শেষার্ধে রোজগারের যোগ প্রবল। ব্যবসায়ীক বকেয়া আদায়ে রহস্যজনক সফলতা। শেষদিকে আপনার বৈদেশিক যোগাযোগে উন্নতির আশা। প্রচার প্রচারণার কাজে সফল হতে পারবেন। কুম্ভ রাশি (২১ জানুয়ারি হতে ১৮ ফেব্রুয়ারি): শুরুতে বড় ভাই-বোনের বিবাহশাদীর যোগ। ব্যবসায়ীক কাজে সফলতার সময়। এ সময়ে বন্ধুদের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। চাকরিজীবী ও ব্যবসায়ীদের বকেয়া টাকা আদায় হবে। মধ্যভাগে আইনগত জটিলতা থেকে মুক্ত হবেন। বিদেশ যাত্রার চেষ্টায় অগ্রগতি। ব্যয় বৃদ্ধি পাবে। শেষার্ধে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে। রহস্যজনক কোনো ঘটনা ঘটবে আপনার সঙ্গে। শেষদিকে সঞ্চয়ে সফল হবেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ): শুরুতে সামাজিক ও দাতব্য কাজে অগ্রগতির আশা। ব্যবসায়ীক কাজে প্রশাসনিক ব্যক্তির সাহায্য পাবেন। পিতার সঙ্গে সু সম্পর্ক গড়ে উঠবে। মধ্যভাগে চাকরিজীবীদের বকেয়া বিল আদায় হবে। ব্যবসায়ীক ক্ষেত্রে এ সময়ে রোজগার বৃদ্ধি পাবে। বন্ধু ও বড় ভাই-বোনের সাহায্য পাবেন। শেষার্ধে আইনগত জটিলতা থেকে মুক্ত হবেন। ব্যবসায়ীক কাজের জন্য বিদেশ যাত্রা যোগ। বৈদেশিক বাণিজ্যে সফলতার সময়। শেষ দিকে আপনার সকল কাজে উন্নতি হবে। প্রবাসীদের কর্মক্ষেত্রে সাফল্য লাভের সময়।
এম