সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
জ্যোতিষ শাস্ত্র মতে বিভিন্ন গ্রহের চরিত্র থেকে জাতক বা জাতিকার চরিত্র বিচারের যে ধারাবাহিকতা চলছে তার ধারাবাহিকতায় আজ আলোচনা করব শনি গ্রহের সম্পর্কে। সৌর জগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ হচ্ছে শনি। জ্যোতিষ শাস্ত্র মতে শনি মকর ও কুম্ভ রাশির অধিপতি। রাশিচক্র ভ্রমণে শনি গ্রহের সময় লাগে প্রায় ২৯ বছর। শনি শিক্ষক গ্রহ। জীবনের বাস্তবতা থেকে যে শিক্ষা অর্জন করে আমরা জীবন সংগ্রামে এগিয়ে যাই তা দেয় শনি। শনির অশুভ সময় মানুষ তার কর্ম ও সামাজিক জীবনে স্বচ্ছলতা শান্তি থেকে একেবারে ঋণে জর্জরিত ও সামাজিকভাবে বিপর্যস্ত হয় বলেই শনি সম্পর্কে সাধারণ মানুষের এত ভয়। শনির প্রকোপ থেকে কেউই রক্ষা পায় না। সে রাজাই হোক বা ভিখারি।
মানবদেহে শনি চর্ম, হাড়, দন্ত, অস্থি, হাঁটু, কর্ণ, শ্রবনীন্দ্রিয় নির্দেশ করে। শনি বার্ধক্য কারক গ্রহ। সে সন্ন্যাস ও ক্লীব। ফলে শনির প্রভাব থাকলে জাতকের মধ্যে অকাল বার্ধক্য দেখা যাবে।
শনি নিয়ন্ত্রণ করে কাঠামো, নিয়মানুবর্তিতা, দায়-দায়িত্ব, প্রতিষ্ঠা, কর্মের যোগ্যতা, সীমাবদ্ধতা, দুঃখ ও বিলম্ব। শনি বাস্তববাদী ফলে বাস্তবে না দেখলে বিজ্ঞানের মতো যুক্তি ছাড়া কিছু গ্রহণ করে না। প্রবীণ ব্যক্তি, জ্ঞানের গভীরতা, ধৈর্য, ভয়, ঐতিহ্য, সামাজিকতা, গোঁড়ামি, সময়ের সদ্ব্যবহার নির্দেশ করে। শনির কর্ম পরিকল্পনা বা কাজের ধরন দীর্ঘস্থায়ী। শনির প্রভাব থাকলে জাতক-জাতিকা সারাজীবন বাতের ব্যথা বা পায়ের পীড়ায় ভুগবেনই ভুগবেন।
এ সপ্তাহে (১০ থেকে ১৬ নভেম্বর ২০২৩) শুক্রর কন্যা রাশিতে অবস্থান, বুধের বৃশ্চিক রাশিতে অবস্থান, রবির তুলা রাশিতে অবস্থান, মঙ্গলের তুলা রাশিতে অবস্থান, বক্র বৃহস্পতির রাহুর সঙ্গে মেষে, কেতুর তুলায়, শনির কুম্ভ রাশিতে অবস্থান, ইউরেনাসের মেষ ও নেপচুনের কুম্ভ রাশিতে গোচর এবং চন্দ্রর কন্যা, তুলা, বৃশ্চিক ও ধনু রাশিতে গোচরে বর্তমান সপ্তাহের পূর্বাভাস জানার চেষ্টা করি।
মেষ রাশি (২১ মার্চ থেকে ২০ এপ্রিল) সপ্তাহর শুরুতে মানসিকভাবে শক্ত হতে হবে। অনৈতিক কাজ কর্ম থেকে দূরে থাকতে হবে। মধ্যভাগে দাম্পত্য সম্পর্কের উন্নতি। অংশীদারী বাণিজ্যে ভালো রোজগারের সময়। জীবনসঙ্গীর কর্মক্ষেত্রে উন্নতি হবে। শেষার্ধে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বিষয়ে সতর্ক থাকবেন। প্রথমে শেয়ার বাণিজ্যে আশানুরূপ লাভ হবে না। পাওনাদারের লেনদেন পরিশোধে সক্ষম হবেন। শেষদিকে বিদেশে ভাগ্য উন্নতির যোগ। জীবিকার জন্য বিদেশযাত্রার সুযোগ আসবে। অসমাপ্ত উচ্চশিক্ষা পুনরায় আরম্ভ করতে পারবেন।
বৃষ রাশি (২১ এপ্রিল থেকে ২০ মে) প্রেম-ভালোবাসায় আসবে সাফল্য। সন্তানের উচ্চশিক্ষার জন্য অর্থ ব্যয়। শিল্পী ও কলাকুশলীদের রোজগার বৃদ্ধি পাবে। মধ্যভাগে কাজে-কর্মে বাধা বিপত্তি দেখা দেবে। সহকর্মী ও অধীনস্থ কর্মচারীদের সাহায্য পাবেন। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারলে হবেন সফল। শেষার্ধে বাণিজ্যের অচলাবস্থা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। দাম্পত্য ভুল বোঝাবুঝি কাটিয়ে উঠবেন। শেষদিকে ঝুঁকিপূর্ণ বিনিয়োগে লাভের আশা। এ সময়ে পরধন প্রাপ্তির যোগ।
মিথুন রাশি (২১ মে থেকে ২০ জুন) শুরুতেই পারিবারিক ক্ষেত্রে ভুল বুঝাবুঝি এড়াতে হবে। আত্মীয়দের সাথে বিরোধের আশঙ্কা। মধ্যভাগে বিদ্যার্থীদের পড়াশোনায় অগ্রগতির আশা। পরীক্ষার্থীদের প্রস্তুতি নেওয়ার সময়। সৃজনশীল কাজের জন্য সম্মানিত হবেন। প্রেমে অনাকাঙ্ক্ষিত ঝামেলা। শেষার্ধে কর্মক্ষেত্রে বাধা বিপত্তি আসবে। ব্যবসায়িক কাজের জন্য নতুন কর্মচারী নিয়োগ দিতে পারেন। শেষ দিকে দাম্পত্য জীবনে উন্নতি হবে। অংশিদারী বাণিজ্যে সফল হবেন। কর্কট রাশি (২১ জুন থেকে ২০ জুলাই) সব ধরনের বৈদেশিক যোগাযোগে উন্নতির সময়। নিজস্ব প্রচার-প্রচারণায় সফল হবেন। ছোট ভাই-বোনের বিয়ে-শাদীর যোগ। মধ্যভাগে পারিবারিক ঝামেলার অবসান হবে। মায়ের সাহায্য পাবেন। আত্মীয়-স্বজনের আগমন হবে গৃহে। শেষার্ধে প্রেম-ভালোবাসায় সফলতার আশা। বিদ্যায় আসবে অগ্রগতি। গবেষণামূলক কাজে উন্নতির সময়। শেষদিকে কর্মক্ষেত্রে সফল হতে পারবেন। সহকর্মীদের সঙ্গে চলমান জটিলতা দূর হয়ে যাবে।
সিংহ রাশি (২১ জুলাই থেকে ২১ আগস্ট) সপ্তাহর শুরুতে বকেয়া টাকা আদায়ে অগ্রগতি। বাড়িতে আত্মীয়-কুটুম্বর আগমন হবে। চলমান আর্থিক সংকট কাটিয়ে উঠতে পারবেন। মধ্যভাগে বৈদেশিক যোগাযোগে উন্নতি হবে। পাড়া-প্রতিবেশীর সাহায্য পাবেন। মধ্যস্থতার কাজে নতুন করে যোগাযোগ বৃদ্ধি পাবে। শেষার্ধে পারিবারিক কাজে প্রত্যাশা পূরণ হবে। গৃহে সুখ-শান্তি ফিরে পাবেন। প্রশাসনিক কাজে সফলতা। শেষদিকে সন্তানের জন্য অর্থ ব্যয়। নিজের মেধা দিয়ে আগত সংকটের সমাধান করতে পারবেন।
কন্যা রাশি (২২ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর) শুরুতেই হারানো সম্মান ও মর্যাদা ফিরে পাওয়ার আশা। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। ব্যক্তি জীবনে কিছু ভুল বোঝাবুঝির আশঙ্কা। মধ্যভাগে আয় রোজগারে উন্নতি হবে। হোটেল রেস্তোরাঁ ও খাদ্য ব্যবসায় ভালো রোজগারের আশা। আত্মীয়-কুটুম্বর সঙ্গে ঝামেলা এড়িয়ে চলতে হবে। শেষার্ধে মধ্যস্থতার কাজে সফল হবেন। ছোট ভাই-বোন ও আত্মীয় স্বজনের সাহায্য পাবেন। সব ধরনের বৈদেশিক যোগাযোগে উন্নতি। শেষদিকে পারিবারিক প্রত্যাশা পূরণ হবে। গৃহস্থাবর সম্পত্তি লাভের যোগ।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর) শুরুতেই বিদেশযাত্রার চেষ্টায় সফলতা। প্রবাসীদের আর্থিক উন্নতি হবে। ট্রাভেল ব্যবসায়ীদের রাজনৈতিক কারণে ব্যবসায় বাধা আসবে। মধ্যভাগে কর্ম ও ব্যবসায় সফলতার সময়। হারানো সম্মান ও মর্যাদা পুনরুদ্ধারের সুযোগ আসবে। শেষার্ধে আয় রোজগারে চলমান বাধা কেটে যাবে। ধারের টাকা আদায় হবে। দূর হবে অর্থ সংকট। শেষদিকে সব ধরনের বৈদেশিক যোগাযোগে সফল হবেন। গণমাধ্যম ও মধ্যস্থতার কাজে উন্নতির সময়।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর থেকে ২১ নভেম্বর) শুরুতেই বড় ভাই-বোন বা বন্ধুর বিয়ে-শাদীতে অংশগ্রহণ করবেন। ব্যবসায়িক আলোচনায় হবে উন্নতি। ঠিকাদারি কাজের সুযোগ আসবে। মধ্যভাগে দূরে যাত্রার যোগ। বৈদেশিক বাণিজ্যে সফলতার সময়। পারিবারিক ব্যয় বৃদ্ধি পাবে। শেষার্ধে কর্মক্ষেত্রে সফল হবেন। ফিরে পাবেন হারানো পদ-পদবী ও সম্মান। ব্যবসায় আসবে সফলতা। শেষদিকে সঞ্চয়ে উন্নতির আশা। ব্যবসায়িক বকেয়া টাকা আদায় হবে। বাড়িতে আত্মীয়দের আগমন হবে।
ধনু রাশি (২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর) শুরুতেই চাকরি সংক্রান্ত তদবিরের কাজে উন্নতি। বেকারদের চাকরি সংক্রান্ত পরীক্ষায় সাফল্য লাভের আশা। হারানো সম্মান মর্যাদা ফিরে পাবেন। মধ্যভাগে ব্যবসায়িক বকেয়া টাকা আদায়ে সফলতা। বন্ধুর সাহায্যে ব্যবসায়িক বকেয়া টাকা আদায়ে সফল হবেন। বড় ভাই-বোনের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। শেষদিকে ব্যবসায় ব্যয় বৃদ্ধি। পরিবহন ব্যবসায়ীদের ভালো রোজগার হবে। প্রবাসীদের ভিসা সংক্রান্ত জটিলতা দূর হয়ে যাবে।
মকর রাশি (২১ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি) জীবিকার সন্ধানে বিদেশযাত্রার সুযোগ আসবে। ধর্মীয় ও আধ্যাত্মিক ভ্রমণের সুযোগ আসবে। উচ্চশিক্ষায় সাফল্য লাভের সময়। মধ্যভাগে কর্মক্ষেত্রে সফল হবেন। নতুন পদ-পদবী লাভের যোগ। পদস্থ ব্যক্তির সঙ্গে সম্পর্কের উন্নতি আপনার জন্য শুভ সম্ভাবনাময়। শেষার্ধে ব্যবসায়িক রোজগারে উন্নতি হবে। বড় ভাই-বোনের সাহায্য পাবেন। বন্ধুর সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। শেষদিকে গৃহস্থালি ব্যয় বৃদ্ধি। বৈদেশিক বাণিজ্যে সফলতার সময়। কুম্ভ রাশি (২১ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি) গৃহস্থালি প্রয়োজনে কিছু টাকা ঋণ করতে পারেন। এ সময়ে উইলকৃত ধন-সম্পত্তি লাভের যোগ। ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিক সংকট ভোগাবে। মধ্যভাগে বৈদেশিক কাজে অগ্রগতি। আমদানি-রপ্তানি বাণিজ্যে চলমান সংকট কেটে যাবে। উচ্চশিক্ষায় সফল হবেন। শেষার্ধে বেকারদের কাজ-কর্ম লাভের যোগ। প্রশাসনিক জটিলতা থেকে মুক্ত হবেন। প্রভাবশালী ব্যক্তির সাহায্য লাভ। শেষদিকে বন্ধুর সাহায্য পাবেন। ব্যবসায়িক জটিলতা দূর হবে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ) অবিবাহিতদের বিয়ের যোগ শুরুতেই প্রবল। দাম্পত্য সুখ-শান্তি ফিরে আসবে। জীবনসঙ্গীর সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। মধ্যভাগে ঋণ লাভে অগ্রগতি। ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে সতর্ক হতে হবে। শেষার্ধে বিদেশ ভাগ্য বলবান হয়ে উঠবে। বাণিজ্যে উন্নতির আশা। জীবিকার জন্য বিদেশযাত্রার যোগ। শেষদিকে কর্মক্ষেত্রে নতুন পদ-পদবী লাভের যোগ। প্রভাবশালী কর্মকর্তার সাহায্য পাবেন। বাবার শারীরিক অবস্থার উন্নতি হবে। সাংগঠনিক ক্ষেত্রে সফলতা।
এইউ