সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাশিচক্র বিষয়ে মানুষের আগ্রহ বহু পুরোনো। সভ্যতার শুরু থেকেই মানুষ তার অদৃষ্টকে জানার জন্য জ্যোতিষ বিদ্যাকে নিরন্তর চর্চা করে চলেছে। সূর্যের উদয় অস্ত, নিশিথে তারকারাজি, চন্দ্রমা ও নক্ষত্রপুঞ্জের নয়নাভিরাম দৃশ্য মানুষকে আকৃষ্ট করেছে জ্যোতির্বিজ্ঞানের প্রতি। উন্নত চিন্তার জ্ঞানী ঋষি-মুনিরা খুঁজেছেন এই তারকারাজির সঙ্গে মানব জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোর অন্তর্নিহিত রহস্য। ফলে সৃষ্টি হয়েছে জ্যোতিষ শাস্ত্রের। কালের মহাস্রোতে এ শাস্ত্র টিকে আছে শুধু সময়ের প্রয়োজনে। মানুষের কর্মব্যাপ্তি বহু গুণে বৃদ্ধি পেয়েছে। আর্থিক কর্মকাণ্ড বিস্তার করেছে শাখা-প্রশাখা। জ্যোতিষীকেও সেই প্রাচীন জ্ঞানের ওপর নির্ভর করে তার সৃজনশীল জ্ঞান দিয়েই এর নতুন নতুন শাখা বিস্তার করতে হয়েছে। আগেকারের কুমর বৃত্তি যুগের চাহিদা মেটাতে ট্যারাকোটা, টালি টাইলস, সিরামিকের বিভিন্ন পণ্যে যেমন বিস্তৃত হয়েছে, তেমনটি জ্যোতিষ শাস্ত্রকেও সংখ্যাতত্ব, হস্তরেখা বিজ্ঞান, বৃহৎ সামুদ্রিক, রাষ্ট্রীয় জ্যোতিষ, বাণিজ্য জ্যোতিষ, চিকিৎসা জ্যোতিষ, বাস্তু জ্যোতিষের মতো ক্ষেত্রে বিস্তৃত হতে হয়েছে। সব বিস্তারই মানুষের কল্যাণে। ফলে জ্যোতিষ শাস্ত্রকে বলা হয় মানব কল্যাণের বিজ্ঞান।
চলতি সপ্তাহে জন্মগ্রহণকারী প্রতিটি ব্যক্তিই পাশ্চাত্য রাশিচক্র অনুসারে কন্যা রাশির জাতক বা জাতিকা। কন্যা দ্বি-স্বভাব মৃত্তিকা রাশি। অধিপতি বুধ এর তুঙ্গী ও মূল ত্রিকোণ স্থান। এ রাশিতে জন্ম হলে আপনি সর্বদা বিশুদ্ধ জ্ঞান ও বিদ্যাকে জীবনে শ্রেষ্ঠ ভাববেন। বুধ যোগাযোগের ও বাক্যের কারক হওয়াতে যোগাযোগে ও মধ্যস্ততায় বা মাধ্যম হিসেবে আপনি অদ্বিতীয়। আপনার সুন্দর বাচনভঙ্গী সবাইকে আপনার প্রতি আকৃষ্ট করবে। আপনি কার্মনিপুণ, রসিক, বন্ধুপ্রিয়, বিনয়ী, সৎ, শিল্পজ্ঞ। সরলতা আপনার প্রধান বৈশিষ্ট্য। নানা শাস্ত্রে পান্ডিত্য ও গভীর জ্ঞানের অধিকারী। সমাজে একজন সফল আইনবিদ, শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক, সমাজসেবী, অংক ও গণিতজ্ঞ হিসেবে সফল হবেন।
দ্রুত পরিবর্তনশীল মনমানসিকতা আপনাকে বার বার অস্থিরতা ও সিদ্ধান্তহীনতায় ভোগাবে। ফলে বিশুদ্ধ পান্না আপনার জন্য শ্রেষ্ঠ রত্ন।
এ সপ্তাহের শুরুতে বুধের বক্র ত্যাগ, শনি ও বৃহস্পতির বক্র অবস্থান, রবির নিজ রাশি সিংহ থেকে ১৮ সেপ্টেম্বর কন্যা রাশিতে গমন ও চন্দ্রর সিংহ, কন্যা, তুলা ও বৃশ্চিক রাশিতে অবস্থানে (১৫ সেপ্টেম্বর ২০২৩ থেকে ২১ সেপ্টেম্বর ২০২৩) কি ঘটতে চলেছে আসুন তার পূর্বাভাস জানার চেষ্টা করি।
মেষ রাশি (২১ মার্চ থেকে ২০ এপ্রিল): প্রেম ভালোবাসায় সফলতা দিয়েই সপ্তাহের শুরু হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসবে সাফল্য। কর্মক্ষেত্রে সহকর্মী অধীনস্ত কর্মচারীদের সঙ্গে সুসম্পর্কের সেতুবন্ধন তৈরি হবে। দূর হবে মনের মধ্যকার অজানা ভয়। মধ্যভাগে ব্যবসায়িক ও দাম্পত্য ভুল বোঝাবুঝির সম্মুখীন হবেন। বিনিয়োগে দেখা দেবে অনিশ্চয়তা। শেষদিকে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ ও কাজ থেকে সতর্ক হোন। টাকা ধার দিলে ফেরত পাওয়া কঠিন হবে। পাওনাদারের সঙ্গে জটিলতা দূর করুন।
বৃষ রাশি (২১ এপ্রিল থেকে ২০ মে): প্রত্যাশিত কাজে সপ্তাহের শুরুতেই সাফল্য লাভ। প্রভাবশালী আত্মীয়র সমর্থন পাবেন। প্রেম-ভালোবাসায় অগ্রগতির সময়। শিল্পকলার কাজে সম্মানিত হবেন। মধ্যভাগে কর্মক্ষেত্রে ভুল বোঝাবুঝি মোকাবিলা করতে হবে। সহকর্মী কারও দ্বারা প্রবল প্রতিবন্ধকতার আশঙ্কা। কর্মচারী পরিবর্তন করতে হবে। অনৈতিক প্রস্তাবে বিব্রত হবেন। শেষদিকে ব্যবসায়িক কাজে উন্নতি। দাম্পত্য জীবনে ফিরবে সুখ শান্তি।
মিথুন রাশি (২১ মে থেকে ২০ জুন): ছোট ভাই-বোনের সাফল্যে শুরুতেই আনন্দ বাড়বে। লেখালেখির অভ্যাস আপনাকে এনে দেবে সম্মান। বিদেশ থেকে কাঙ্ক্ষিত সংবাদ লাভ। প্রত্যাশা পূরণের পরিবারের সবার উদারতা আপনাকে প্রশান্তি দেবে। শেষার্ধে ভালোবাসায় ভুল বোঝাবুঝি, সৃষ্টিশীল কাজে প্রতারণার ভয়। সন্তানের দ্বারা ক্ষতির সম্মুখীন হবেন। শেষদিকে কর্মক্ষেত্রে সবার সাহায্য লাভ। হারানো সম্মান ফিরে আসবে জীবনে।
কর্কট রাশি (২১ জুন থেকে ২০ জুলাই): আত্মীয়-কুটম্বের বিবাহশাদির আয়োজন দিয়ে শুরু হবে সপ্তাহ। বকেয়া টাকা ফিরে পাবেন। সামাজিক নিমন্ত্রণে ব্যস্ততা। পাড়া-প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। গার্মেন্টস ও বস্ত্র বাণিজ্যে বিনিয়োগের সময়। শেষার্ধে পারিবারিক জীবনে বিরোধ আর প্রতিকূলতা। আত্মীয়ের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে চলেছেন। মাথা ঠাণ্ডা রাখতে হবে। ভাবাবেগ কমান। শেষদিকে সুপ্ত প্রতিভার বিকাশ। প্রতিযোগিতায় সাফল্য।
সিংহ রাশি (২১ জুলাই থেকে ২১ আগস্ট): গুরুত্বপূর্ণ কাজ কর্মের ব্যস্ততা দিয়েই সপ্তাহের শুরু। হারানো সম্মান ফিরে আসবে। ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিক উন্নতি ও বকেয়া টাকা আদায়ে সফলতা। শ্যালক-শ্যালিকার সাহায্য পাবেন। সঞ্চিত ধনের বৃদ্ধি। শেষার্ধে যোগাযোগে রহস্যজনক উন্নতি। গোপন কাজে সাফল্য লাভ। মধ্যস্ততায় ভালো রোজগার হবে। শেষদিকে প্রত্যাশাপূরণ। গৃহে সুখ-শান্তি ফিরে পাবেন। দূর হবে গৃহ অশান্তি।
কন্যা রাশি (২২ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর): দূরের যাত্রা দিয়েই শুরু হবে সপ্তাহ। প্রবাসী জীবনে সব বাধা পেরিয়ে সফলতার আশা। গৃহ জীবনে হারানো সম্মান ফিরে পেতে লড়তে হবে। আপনার বিশুদ্ধ জ্ঞান আপনাকে সফলতা এনে দেবে। শেষার্ধে আত্মীয় বিরোধে জড়াতে হবে। উচিৎ কথার কারণে পড়তে হবে রোষানলে। রহস্যজনক ব্যয় হতে পারে। শেষদিকে যোগাযোগে সফল হবেন। মধ্যস্ততার কাজে ভালো রোজগারের সময়।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর): বন্ধুর সাহায্যে জীবনের মোড় ঘুরতে চলেছে আপনার। ব্যবসায়িক ক্ষেত্রে সফল হবেন। জীবিকার জন্য বিদেশযাত্রা যোগ। পারিবারিক দৈনন্দিন ব্যয় কিছুটা ভাবিয়ে তুলবে। শেষার্ধে ব্যক্তিজীবনে ভুল বোঝাবুঝির সম্মুখীন হবেন। সম্পর্ক রক্ষা করতে গিয়ে সম্পর্কহানি। আর্থিক বিষয়ে খুব সতর্ক থাকুন। শেষদিকে ব্যবসায়িক অবস্থার উন্নতি হবে। আর্থিক দৈন্যদশা থেকে মিলবে মুক্তি।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর থেকে ২১ নভেম্বর): চাকরির পরীক্ষায় সপ্তাহের শুরুতেই সফলতা। চাকরি সংক্রান্ত তদবির করতে পারেন। পিতার সাহায্য খুব প্রয়োজন হবে। এ সময়ে বন্ধুর দ্বারা উপকৃত হবেন। আদায় হবে বকেয়া সব টাকা। বড় বোনের বিয়ের আলোচনা সফল হবে। শেষার্ধে রহস্যজনক ব্যয় বৃদ্ধি। পুরোনো মামলা মোকদ্দমায় অর্থ অপচয়ের আশঙ্কা। শেষদিকে সব জটিলতা কেটে যাবে। শত্রুদের ওপর ঝাঁপিয়ে পড়বেন।
ধনু রাশি (২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর): সৌভাগ্যর শুভাগমনের সঙ্গেই সপ্তাহের শুরু। জীবন-জীবিকার জন্য বিদেশযাত্রায় সাফল্য। আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটবে। কর্মক্ষেত্রে চলমান জটিলতা কাটিয়ে উঠতে পারবেন। পদস্ত কর্মকর্তার আনুকূল্য লাভের আশা। সাংগঠনিক ক্ষেত্রে অগ্রগতি। শেষার্ধে বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি দেখা দেবে। ঘরে বড় ভাই-বোনের সঙ্গে অশান্তি। আয়ে অনাকাঙ্ক্ষিত বাধা। শেষদিকে আইনগত জটিলতা থেকে মুক্তি লাভের আশা। প্রবাসীদের জীবনে কাঙ্ক্ষিত উন্নতির যোগ।
মকর রাশি (২১ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি): অবশ্যই নিজের মেজাজের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে। ব্যক্তিগত পাওনাদারদের সঙ্গে লেনদেনে জটিলতা কমাতে চেষ্টা করুন। উচ্চশিক্ষার জন্য বিদেশযাত্রায় আসবে শুরুতেই সাফল্য। ভাগ্য উন্নতির সুযোগ আসবে। শেষার্ধে কর্মক্ষেত্রে রহস্যজনক শত্রুতা। পদস্থ কর্মকর্তার সঙ্গে বিরোধে জড়িয়ে পড়বেন। প্রভাবশালী ব্যক্তি আপনার ক্ষতি করতে পারে। শেষদিকে আয় রোজগারে উন্নতি। বকেয়া টাকা আদায়ে বন্ধুর সাহায্য লাভ।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি হতে ১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক শুভ যোগাযোগ দিয়েই সপ্তাহের শুরু। একাকী জীবনে হঠাৎ করেই জীবনসঙ্গীর আগমন। ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে সতর্ক হতে হবে। পুলিশি ঝামেলা হতে সাবধান। শেষার্ধে রহস্যজনক ঘটনা ঘটবে। উচ্চশিক্ষা ও বিদেশ গমনে বাধা। বৈদেশিক বাণিজ্যে প্রশাসনিক ঝামেলায় পড়তে পারেন। শেষদিকে চলমান কাজে গতি লাভ। বেকারত্বের অবসান হবে। পদস্থ কর্মকর্তার সাহায্যে নতুন পদপ্রাপ্তি।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ): শুরু থেকেই পারিপার্শ্বিক পরিস্থিতি আপনাকে ভোগাবে। শারীরিকভাবে অসুস্থ বোধ করবেন। দাম্পত্যজীবনে সুখ শান্তি। অংশীদারী ব্যবসায় চলমান বাধা কেটে যাবে। একক ব্যবসায় সাফল্য। শেষার্ধে রহস্যজনক উৎস থেকে অর্থ লাভ। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে ভালো আয়। শেষদিকে বিদেশ সংক্রান্ত বাধা দূর হবে। ভাগ্য উন্নতি বা উচ্চশিক্ষা যেকোনো প্রয়োজনে বিদেশে যেতে পারবেন। বিদ্যায় অসাধারণ ফলাফল করতে পারেন।
এইউ
মন্তব্য করুন