সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
জ্যোতিষ শাস্ত্রে গ্রহ ও নক্ষত্রের ভূমিকা অপরিসীম। একজন ভালো জ্যোতিষী হতে হলে অবশ্যই গ্রীক বা হিন্দু পুরাণের ওপর বিষদ অধ্যয়নের প্রয়োজন আছে। পুরাণ থেকে আমরা গ্রহদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো খুব ভালোভাবে বুঝতে পারি। গ্রহ ও তাদের গুরুত্ব ও বৈশিষ্ট্যগুলোকে বুঝতে পারলে মানব জীবনে তার প্রভাব অনুধাবন করা সহজ।
চলতি সপ্তাহে (৮ সেপ্টেম্বর ২০২৩ থেকে ১৫ সেপ্টেম্বর ২০২৩) জন্মগ্রহণকারী প্রতিটি ব্যক্তিই পাশ্চাত্য রাশি চক্র অনুসারে কন্যা রাশির জাতক বা জাতিকা। কন্যারাশি দ্বি-স্বভাব মৃত্তিকা রাশি। অধিপতি বুধ এর তুঙ্গী ও মূল ত্রিকোণ স্থান। মিথুনের বুধ অস্থির চঞ্চল স্বভাবের হলেও কন্যার বুধ স্থির প্রকৃতির। এ রাশিতে জন্ম হলে আপনি অর্থ বিত্তর চেয়েও বিশুদ্ধ জ্ঞান ও বিদ্যাকে শ্রেষ্ঠ মানবেন। বুধ যোগাযোগের ও বাক্যের কারক হওয়াতে যোগাযোগে ও মধ্যস্থতায় বা মাধ্যম হিসেবে আপনি সর্বোত্তম। আপনার সুন্দর বাচনভঙ্গি সবাই আপনার প্রতি আকৃষ্ট করবে। আপনি কর্মনিপুণ,রসিক, বন্ধুপ্রিয়,বিনয়ী,সৎ, শিল্পজ্ঞ। সরলতা আপনার প্রধান বৈশিষ্ট্য। নানা শাস্ত্রে পাণ্ডিত্য ও গভীর জ্ঞানের অধিকারী। সমাজে একজন সফল আইনবিদ, শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক,সমাজসেবী, অঙ্ক ও গণিতজ্ঞ হিসেবে সফল হবেন। দ্রুত পরিবর্তনশীল মনমানসিকতা জীবনের শুরুতে আপনার অগ্রযাত্রাকে ব্যাহত করবে। ফলে বিশুদ্ধ পান্না আপনার জন্য সৌভাগ্য বৃদ্ধির রত্ন।
এ সপ্তাহে বুধ, ও শনির বক্র অবস্থান, রবির নিজ রাশিতে গোচর ও চন্দ্রর মিথুন,কর্কট ও সিংহ রাশিতে অবস্থানের কারণে কি ঘটতে চলেছে তার পূর্বাভাষ জানার চেষ্টা করি।
মেষ রাশি (২১ মার্চ থেকে ২০ এপ্রিল): সপ্তাহটি আপনার যোগাযোগ বৃদ্ধির চেষ্টায় শুরু থেকেই সাফল্য বয়ে আনবে। ই-কমার্স ও এফ-কমার্সের প্রচার প্রচারণার উপযুক্ত সময়। প্রযুক্তিকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। মধ্যভাগে ব্যাক্তি ও পারিবারিক জীবনে প্রত্যাশা পূরণ ও কর্মক্ষেত্রে মূল্যায়নের কারণে নিজের মধ্যকার কর্ম শক্তিকে কাজে লাগাতে পারবেন। আত্মীয় ও বন্ধুদের সাহায্য লাভ। শেষ দিকে সৃজনশীল মেধাভিত্তীক কাজে উন্নতি। প্রেম ভালোবাসায় আসবে সাফল্য। হারানো ভালোবাসা ফিরে পাবেন জীবনে।
বৃষ রাশি (২১ এপ্রিল থেকে ২০ মে): শুরুতেই আর্থ প্রাপ্তির যোগ। ফলে দৈন্যদশা থেকে মুক্তি লাভের আশা। খুচরা পাইকারি ব্যবসায় উন্নতির পাশাপাশি আদায় হবে বকেয়া বিল। সামাজিক নিমন্ত্রণ রক্ষা করতে হবে। মধ্যভাগে বৈদেশিক বাণিজ্যে অগ্রগতি। ফ্রি-ল্যান্সিং কাজের সুযোগ বাড়বে। ছোট ভাই বোন ও পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের উন্নতি। শেষ দিকে গৃহ স্থাবর সম্পত্তি লাভের আশা। আত্মীয় স্বজন ও মায়ের সাহায্য লাভ। কর্মক্ষেত্রে আপনার প্রত্যাশা পূরণ হচ্ছে।
মিথুন রাশি (২১ মে থেকে ২০ জুন): মানসিক অস্থিরতা অব্যাহত থাকলেও ভাগ্য শুরুতেই আপনাকে সাহায্য করবে। বদলে ফেলতে পারবেন নিজের জীবনকে। গণমাধ্যমের কাজে অপ্রত্যাশিত উন্নতি। মধ্যভাগে আর্থিক অবস্থা বলবান হবে। ব্যবসা বাণিজ্যে অগ্রগতি। সঞ্চয়ের চেষ্টায় সফল হবেন। শেষ দিকে বিদেশ থেকে ভালো সংবাদ লাভ। সকল প্রকার যোগাযোগে আসবে সাফল্য। সামাজিক ও গণমাধ্যমে ব্যাপক পরিচিতি লাভের সময়। নিজের মধ্যকার সুপ্ত প্রতিভা বিকাশে সচেষ্ট হতে হবে। কর্কট রাশি (২১ জুন থেকে ২০ জুলাই): সপ্তাহের শুরুতেই বিদেশ যাত্রার চেষ্টা সফল হবে। পরিবার পরিজন নিয়ে কোথাও ঘুরে আসতে পারেন। দৈনন্দিন ব্যয়ের লাগাম টানা হবে শক্ত। মধ্যভাগে হারানো সম্মান মর্যাদা পুনরুদ্ধারে সফলতা। নিজের চেষ্টায় কর্মক্ষেত্রে ও ব্যবসা বাণিজ্যে সফল হবেন। মানসিক শক্তিকে কাজে লাগাতে হবে। শেষ দিকে আয় রোজগারের অচলাবস্থা কেটে যাবে। বকেয়া বিল আদায়ের পাশাপাশি নতুন আয়ের পথ উন্মুক্ত হবে। খাদ্য ও সেবার ব্যবসায় রোজগার বৃদ্ধি।
সিংহ রাশি (২১ জুলাই থেকে ২১ আগস্ট): শুরুতেই বকেয়া টাকা আদায়ে সফল হবেন। বন্ধু বা মিত্রদের সাহায্যে কাজে কর্মে উন্নতি। ব্যবসায়ীক আলোচনায় কৌশলী হতে হবে। চাকরিজীবীদের আর্থিক উন্নতির সময়। মধ্যভাগে বিদেশ থেকে ভালো সংবাদ লাভ। বিদেশ যাত্রার চেষ্টা সফলতা। আইনগত জটিলতা কেটে যাবে। দৈনন্দিন ব্যয় অব্যাহত থাকবে। শেষ দিকে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি। নিজের মেধা দিয়েই পরিস্থিতিকে সামলাবেন। প্রভাবশালী লোকের সাথে সমঝোতা হবে। পারিবারিক সিদ্ধান্ত নিতে কঠোর হতে হবে।
কন্যা রাশি (২২ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর): রাশিপতি বক্র অবস্থানে কর্মক্ষেত্রে বারবার ঝামেলা। পিতার সঙ্গে শুরুতেই মনোমালিন্য। চাকরি সংক্রান্ত পরীক্ষায় প্রভাবশালী ব্যক্তির তদবিরে উল্টো ফল ফলবে। মধ্যভাগে ব্যবসায় উন্নতি। বন্ধুর কল্যাণে আয় রোজগার বৃদ্ধি। বড় ভাই বোনের সাহায্য প্রাপ্তি। বকেয়া বিল বেতন আদায়। শেষ দিকে বিদেশ যাত্রায় সফলতা। আইনগত জটিলতা থেকে মুক্তি মিলবে। বৈদেশিক বাণিজ্যে ধারাবাহিক অগ্রযাত্রার সময়। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর): শুরুতেই জীবন জীবিকার জন্য বিদেশ যাত্রা। শিক্ষা ও গবেষণামূলক কাজের জন্য সম্মানিত ও পুরস্কৃত হবেন। এ সময়ে চাকরিজীবীদের ভাগ্য উন্নতি। মধ্যভাগে হারানো সম্মান মর্যাদা উদ্ধার। কর্মক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তির সাহায্য লাভ। বেকারদের কর্ম প্রাপ্তির সময়। শেষ দিকে প্রভাবশালী বন্ধুর সঙ্গে সম্পর্ক বৃদ্ধি। চাকরির পাশাপাশি বাড়তি আয় রোজগার। ব্যবসা বাণিজ্যে ভালো লাভ হবে। প্রশাসনিক কাজে সফলতা।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর থেকে ২১ নভেম্বর): শুরুর দিকেই পাওনাদারের তাগাদা বৃদ্ধি আপনার স্বাভাবিক কাজকর্মকে ব্যাহত করবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে কাঙ্ক্ষিত রোজগার করতে ব্যর্থ হবেন। মধ্যভাগে সৌভাগ্য এসে ধরা দেবে। জীবিকার জন্য বিদেশ যাত্রার সুযোগকে কাজে লাগান। উচ্চ শিক্ষায় অগ্রগতির সময়। গবেষণামূলক কাজের জন্য অর্থ লাভ। শেষ দিকে চাকরিতে উন্নতির সময়। সামাজিক সাংগঠনিক ক্ষেত্রে হারানো সম্মান ও পদ ফিরে পাবেন।
ধনু রাশি (২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর): অবিবাহিতদের বিয়ের বিষয়ে চূড়ান্ত সফলতা দিয়েই সপ্তাহের শুরু। দাম্পত্য জীবনে আসবে সুখ শান্তি। ব্যবসায়ীক কাজে চলমান বাধা কাটতে শুরু করবে। মধ্যভাগে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে সর্বোচ্চ লাভের আশা। ব্যাংক ঋণ পরিশোধের চেষ্টায় উন্নতি। রাস্তাঘাটে সাবধানে চলুন। শেষ দিকে বৈদেশিক বাণিজ্যে আশাতীত সফলতা। বৈদেশিক বৃত্তি লাভের চেষ্টায় উন্নতি। শিক্ষা ও গবেষণামূলক কাজে নিজের ও দেশের সম্মান বৃদ্ধি।
মকর রাশি (২১ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি): সপ্তাহটি নানা দিক থেকে মিশ্র। শুরুতেই কাজে কর্মে জটিলতা, কর্মচারি ও সহকর্মী বিরোধের আশঙ্কা। কাজের গোপনীয়তা রক্ষা করতে হবে। গোপন শত্রুর দ্বারা ক্ষতির আশঙ্কা। মধ্যভাগে দাম্পত্য ও ব্যবসায়ীক জীবনে উন্নতি। অংশীদারি বাণিজ্যে বিনিয়োগ করতে পারেন। অবিবাহিত বা ডিভোর্সিদের বিয়ের যোগ। শেষ দিকে ব্যাংক ও বীমা থেকে সাফল্য আসবে। অপ্রত্যাশিত পরধন লাভের সময়। আইনগত জটিলতায় প্রশাসনের সাহায্য লাভ। কুম্ভ রাশি (২১ জানুয়ারি হতে ১৮ ফেব্রুয়ারি): শুরুতেই নিজের সুপ্ত প্রতিভা বিকাশের সময়। ভালোবাসায় চলমান জটিলতা দূর হবে। সন্তানের উচ্চ শিক্ষায় সফলতা। শিল্প কলার কাজে ভালো রোজগার। মধ্যভাগে সহকর্মীদের সাহায্য লাভ। ব্যবসায় কর্মচারীদের দ্বারা উন্নতির যোগ। অনৈতিক কাজ থেকে রোজগার। শেষ দিকে দাম্পত্য জীবনে অশান্তি এড়াতে হবে। জীবন সাথীর আচরণে বিরক্ত হলে চলবে না। অংশীদারি ব্যবসায় ধৈর্যের সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করতে হবে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ): শুরুতেই পারিবারিক সব সমস্যার সমাধান। স্থাবর সম্পত্তি নিয়ে বিরাজমান আত্মীয় বিরোধ কেটে যাবে। নিজস্ব গৃহ লাভের সুযোগ আসবে । মধ্যভাগে বিদ্যায় অগ্রগতি ও শিল্প প্রতিভা বিকাশের সময়। প্রেম ভালোবাসায় উন্নতির আশা। সন্তানের বিষয়ে ভালো সংবাদ পাবেন। শেষ দিকে সহকর্মীদের সাহায্য লাভ। প্রভাবশালী কর্মকর্তাকে ম্যানেজ করেই কাজ করতে হবে। ব্যবসায় নতুন কর্মচারী নিয়োগে প্রত্যাশিত টার্গেট পূরণ।
এম