সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
প্রাচীন সভ্যযুগ থেকে আজকের এই আধুনিক যুগ পর্যন্ত যে কয়টি মানব কল্যাণের বিজ্ঞান বা শাস্ত্র আজও টিকে আছে, তার মধ্যে জ্যোতিষ শাস্ত্র একটি। সত্য ও বস্তুনিষ্ঠ বলেই কালের আবর্তে হারিয়ে যায়নি এ শাস্ত্র। পৃথিবীর প্রতিটি প্রান্তের প্রতিটি কোণেই কোনো না কোনো রূপে এ শাস্ত্রের নিয়মিত চর্চা চলছে। জ্যোতিষ শাস্ত্র একটি পূর্বাভাস বিজ্ঞান। মহাকাশের গ্রহ-নক্ষত্রের গোচর বিচার করেই হোক বা হাতের তালুর বিভিন্ন গ্রহ চিহ্নিত স্থান বিচার করে, সমস্যার আবর্তে ঘুরতে থাকা মানুষকে সঠিক পথের দিশা দিতে অবিরাম কাজ করছে এ শাস্ত্র। সে হিসেবে এটি মানব কল্যাণের বিজ্ঞান। পর্যাপ্ত শাস্ত্রীয় জ্ঞানের সঙ্গে দীর্ঘ সময়ের অভিজ্ঞতা দিয়েই একজন জ্যোতিষী সঠিক পথের সন্ধান দিতে চেষ্টা করেন মাত্র। আপনার বিশ্বাস হোক বা না হোক এ শাস্ত্রের মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে বা হতে থাকবে অনন্তকাল।
এ সপ্তাহে (১ সেপ্টেম্বর ২০২৩ থেকে ৭ সেপ্টেম্বর ২০২৩) জন্মগ্রহণকারী জাতক-জাতিকাই পাশ্চাত্য মতে কন্যা রাশির জাতক বা জাতিকা। আপনার বিশুদ্ধতাই আপনার মূল বৈশিষ্ট। অনুসন্ধিৎসু মন ও জ্ঞানের প্রতি আগ্রহ এবং নিত্য নতুন বিষয়ের প্রতি আকর্ষণ, অস্থিরতা ও বালকসুলভ আচরণের কারণে আপনি সবার কাছে প্রিয়।
কন্যা রাশির জাতক-জাতিকার উন্নতির জন্য সব সময় উৎকৃষ্টমানের পান্না ধান করা উচিৎ। এতে আপনার অস্থিরতা ও সিদ্ধান্তহীনতা থেকে মুক্তি মিলবে।
এ সপ্তাহে বুধ, শুক্র (৩ সেপ্টেম্বর পর্যন্ত) ও শনির বক্র অবস্থান, রবির নিজ রাশিতে গোচর ও চন্দ্রর কুম্ভ, মীন, মেষ ও বৃষ রাশিতে গমনে কি ঘটতে পারে তার পূর্বাভাষ জানার চেষ্টা করি।
মেষ রাশি (২১ মার্চ থেকে ২০ এপ্রিল): সপ্তাহটি হাজারো হতাশা নিরাশার মাঝেও কিছু ভালো ঘটনা ঘটাবে। শুরুতেই আয় রোজগারে উন্নতি, বিদেশ যাত্রার চেষ্টায় সফলতা ও প্রবাস জীবনে সফলতার নির্দেশক। ব্যবসায়ীক জীবনে সফল হবেন। শেষার্ধে গুরুত্বপূর্ণ কাজে অংশ গ্রহণ ও কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত উন্নতির সময়। হারানো সম্মান উদ্ধার হবে। শেষ দিকে আর্থিক টানাটানির অবসান নিশ্চিত। টানাটানির সংসারেও সঞ্চয়ে সফল হবেন।
বৃষ রাশি (২১ এপ্রিল থেকে ২০ মে): সপ্তাহটি আপনার ব্যক্তিজীবনে উন্নতি ও সম্মান বৃদ্ধি বয়ে আনবে। বন্ধু বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের পূর্ণ সাহায্যে নিজের কর্মজীবনে আরেক ধাপ এগিয়ে যেতে পারবেন। পদস্থ কর্মকর্তার সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। শেষার্ধে বড় বিনিয়োগ থেকে লাভ ও বৈদেশিক কাজে সাফল্য লাভের সময়। জীবিকার জন্য বিদেশ যাওয়ার সুযোগ আসবে। ব্যক্তিগত কাজে উন্নতির সঙ্গে সঙ্গে প্রত্যাশা পূরণের সম্ভাবনা।
মিথুন রাশি (২১ মে থেকে ২০ জুন): সপ্তাহটি জীবনের মোড় ঘুড়িয়ে দিতে চলেছে। শুরুতেই বিদেশ যাত্রা, উচ্চ শিক্ষায় সাফল্যের সঙ্গে সঙ্গে বেকারত্ব থেকে মুক্তি লাভের আশা। প্রভাবশালী লোকের পূর্ণ সাহায্য পাবেন। সাংগঠনিক কাজে আসবে সম্মান। শেষার্ধে বাণিজ্যে উন্নতির সঙ্গে সঙ্গে বন্ধু বৃদ্ধি পাবে। বকেয়া বিল বেতন আদায়ের কারণে সচ্ছলতার আগমন। একটু প্রকৃতির কোলে বেড়িয়ে আসতে পারেন। বিদেশ যাত্রায় সফলতা।
কর্কট রাশি (২১ জুন থেকে ২০ জুলাই): চরম সংকটের মধ্যেও আশার আলো দেখতে পাবেন। আর্থিক অবস্থার উন্নতি, জীবিকার জন্য বিদেশ যাত্রার যোগ, উচ্চ শিক্ষায় অগ্রগতি দিয়েই সপ্তাহর শুরু। নিজের ওপর আস্থা রাখতে হবে। শেষার্ধে কর্ম ক্ষেত্রে উন্নতির পাশাপাশি জীবিকার সন্ধানে সফলতা। পিতা বা পিতৃস্থানীয় কারও পূর্ণ সাহায্য ও সমর্থন লাভ। ব্যবসায়ীকভাবে লাভবান হবেন। বেতন ও বিল আদায়ের কারণে আর্থিক অবস্থার উন্নতি হবে।
সিংহ রাশি (২১ জুলাই থেকে ২১ আগস্ট): শুরু থেকেই ব্যবসা বাণিজ্যে উন্নতি ও দাম্পত্য সুখ শান্তি ফিরে পাবেন। ভালো রোজগারের কারণে পাওনা দেনা মিটিয়ে ফিরে পাবেন মানসিক স্বস্তি। চিকিৎসার পেছনে ব্যয় হবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে সফলতা। শেষার্ধে ভাগ্য উন্নতির সঙ্গে সঙ্গে বিদেশ যাত্রায় সফলতা। উচ্চ শিক্ষায় অগ্রগতি। কর্মক্ষেত্রে নতুন পদ লাভের পাশাপাশি,নতুন কোথাও কর্ম লাভ। হারানো সম্মান মর্যাদা ফিরে পাবেন।
কন্যা রাশি (২২ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর): বারবার সিদ্ধান্তহীনতার কবলে পড়লেও সপ্তাহর শুরুতে নেওয়া সঠিক সিদ্ধান্ত আপনার চাকরি ও ব্যবসায় সাফল্য আনবে। দাম্পত্য জীবনে ফিরে আসবে সুখ শান্তি। অংশীদারি কাজে সফল হবেন। শেষার্ধে আর্থিক জটিলতা এড়িয়ে চলতে পারলে অনেক ঝামেলাই কমে যাবে। ভাগ্য সহায় হবে আপনার। উচ্চ শিক্ষা বা উন্নত জীবনের হাতছানিতে পাড়ি জমাবেন বিদেশে। বৈদেশিক বাণিজ্যে লাভ।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর): অর্থ প্রাপ্তিতে চলতে থাকা বাধা শুরুতেই কেটে যাবে। প্রেমে চলতে থাকা জটিলতা ও অনিশ্চয়তা কাটিয়ে উঠবেন। কাজে কর্মে সহকর্মীদের পূর্ণ সাহায্য নিন। নিজের পুষে রাখা মান অভিমান ভুলে গেলেই শান্তি আসবে কর্ম ও দাম্পত্য জীবনে। ব্যবসায়ীক বাধাকে জয় করতে পারবেন সপ্তাহের শেষার্ধে। অবিবাহিতদের বিয়ের যোগ। হঠাৎ করেই অপ্রত্যাশিত উৎস থেকে ধন লাভের সুযোগ আসবে।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর থেকে ২১ নভেম্বর): সপ্তাহটি আপনার জন্য হতে চলেছে ব্যতিক্রমী। শুরুতে পারিবারিক কাজে ব্যস্ততা। প্রেম ভালোবাসায় ও সৃজনশীল কাজে সফল হবেন। শিল্পীদের কাজে আরও মনযোগী হতে হবে। শেষার্ধে কর্মস্থলে বহু বাধা বিপত্তি প্রতিকূলতা মোকাবিলা করেই আপনাকে সফল হতে হবে। সহকর্মী বা কর্মচারী কারও সততায় রক্ষা পাবেন। অংশীদারি বাণিজ্যে উন্নতির সঙ্গে দাম্পত্য সুখ শান্তি লাভের আশা।
ধনু রাশি (২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর): নিজের ধৈর্য ও সাহসের দ্বারাই সপ্তাহটির সব প্রতিকূলতাকে জয় করতে হবে। শুরুতেই ভাই বোন ও প্রতিবেশী বিরোধ এড়িয়ে নিজের পরিকল্পনা অনুসারে কাজ করতে হবে। পারিবারিক প্রত্যাশা পূরণের সময়। যানবাহন ও স্থাবর সম্পত্তি প্রাপ্তির আশা। শেষার্ধে শিক্ষায় সাফল্য লাভের সঙ্গে সঙ্গে প্রেমে অগ্রগতি। কর্মক্ষেত্রে নিজের যোগ্যতা ও দক্ষতা দিয়েই সফল হবেন। সহকর্মীদের সাহায্য লাভ।
মকর রাশি (২১ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি): সুন্দর একটি সপ্তাহর আগমন হবে। শুরুতে আর্থিক উন্নতির পাশাপাশি সঞ্চয়ে সফলতা। ছোট ভাই বোন ও পাড়া প্রতিবেশীর সাহায্য ও সমর্থন লাভ। মধ্যস্থতার কাজে রোজগার বাড়বে। শেষার্ধে পারিবারিক জীবনে জটিলতা আসলেও আপনার ধৈর্য দিয়ে তা অতিক্রম করবেন। মায়ের সাহায্য লাভ। প্রেম ভালোবাসা ও পড়াশোনায় উন্নতি। মেধা ভিত্তিক পরীক্ষায় অভাবনীয় সাফল্য লাভ।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি হতে ১৮ ফেব্রুয়ারি): একটি সম্ভাবনাময় সপ্তাহের হাতছানি। শুরুতেই সকল ভুল বুঝাবুঝির অবসান। ব্যক্তি ও পারিবারিক জীবনে হারানো সম্মান ফিরে আসবে। বকেয়া ও ধার দেওয়া টাকা আসায় সঞ্চয়ে সফলতা। সামাজিক নিমন্ত্রণে ব্যস্ত থাকবেন। শেষার্ধে বৈদেশিক যোগাযোগে উন্নতি ও মধ্যস্থতার কাজে সফলতা। পরিবারের সকলের সাহায্য পাবেন। আত্মীয়র চেষ্টায় একটি কর্ম লাভের আশা। স্বপ্ন পূরণের সময়।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ): নিজের জীবনের একটি প্রত্যাশিত সময়। শুরুতেই নিজের যোগ্যতা ও দক্ষতায় বিদেশ যাত্রার সফলতা সহ কর্ম সংক্রান্ত পরীক্ষায় উন্নতি। নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আসবে। শেষার্ধে বৈদেশিক সূত্রে অর্থ লাভ ও সঞ্চয়ের ক্ষেত্রে সফলতা। হোটেল রেস্তোরা ব্যবসায় ভালো রোজগার। সকল প্রকার যোগাযোগে সফল হবেন। ভাই বোনের সঙ্গে সু-সম্পর্ক বৃদ্ধি। মধ্যস্থতার কাজে ভালো লাভ হবে।
এম