ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সালথা উপজেলার সিরাজুল ইসলাম (৪০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশুসহ ১০জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকাল সাতটার দিকে সিরাজুল ইসলাম মারা যান। তিনি গত মঙ্গলবার সকাল আটটার দিকে হাসপাতালের চার নম্বর পুরুষ ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। সিরাজুল ইসলাম সালথা উপজেলার নারাণদিয়া গ্রামের মৃত শেখ ফেলুর ছেলে।
সিরাজুল ইসলামের স্ত্রী মাসুদা আক্তার জানান, গত মঙ্গলবার তিনি জ্বরে আক্তান্ত হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তার অবস্থা অপরিবর্তিত ছিল। আজ শনিবার সকালে তিনি মার যান। তিনি বলেন স্বামীর ব্যবসা সূত্রে আমরা বাস করি মাদারীপুর জেলার শিবচরে। সেখানেই তাঁকে দাফন করা হবে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কামদা প্রসাদ সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ২৪ তারিখ সে জ্বরে আক্তান্ত হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।