সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মেডিকেল ভর্তি পরীক্ষায় জোরপূর্বক উত্তরপত্র ছিঁড়ে ফেলার অভিযোগ করেছেন এক শিক্ষার্থী। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর শের-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পাশের এক শিক্ষার্থী কানে ডিভাইসহ পরীক্ষার হলে সনাক্ত হলে পাশের দু’জন শিক্ষার্থীসহ ৩ জনের উত্তরপত্র ছিড়ে ফেলার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট হল পরিদর্শকের বিরুদ্ধে।
রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে স্বাস্থ্যমন্ত্রীর কাছে এ বিষয়ে অভিযোগ জানাতে আসলে শারীরিকভাবে লাঞ্চিত হওয়ার অভিযোগ করেন অবিভাবকরা।
গত দুইদিন বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরে ঘুরে সবশেষ স্বস্থ্য শিক্ষা অধিদপ্তরে আসেন তারা। ঘটনার সুষ্টু তদন্ত দাবি করেন অবিভাবক।
তবে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে কোনো শিক্ষার্থীকে বহিষ্কার বা ডিভাইস ব্যবহার হয়েছে এম কোনো অভিযোগ আসছে কি না এ নিয়ে প্রশ্ন করলে বিষয়টি এড়িয়ে যান স্বাস্থ্যমন্ত্রী।
পরে স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তর এ বিষয়ে কথা না বললেও ভর্তি পরীক্ষা কমিটির সদস্য ইকবাল আর্সালান জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের ব্যপারে সতত্যা পাওয়া যায়নি। তবে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে অধিদপ্তর।
এদিকে, ভর্তি কমিটির সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শারফউদ্দিন আহমেদ বলেন, এ বিষয়ে তদন্ত কমিটি করে ব্যবস্থা নেওয়া হবে। ৪৮ ঘণ্টা পর অভিযোগ আসায় ঘটনার সত্যতাও ক্ষতিয়ে দেখতে হবে।
প্রসঙ্গত, শুক্রবার সরাদেশে ১৯টি কেন্দ্রের ৪৪টি ভেনুতে এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নেয় এক লাখ ৪ হাজার শিক্ষার্থী।
এও