ঈদ বাজার এখনো জমজমাট না হলেও এবারের বাজারে ফ্যাশন জগতে দেশীয় পোশাকের তুলনায় দেশের বাইরে থেকে আসা পোশাক ও থ্রী পিসের চাহিদাই বেশি। ঈদ উৎসবে বাহারি ডিজাইনের আর জমকালো কারকাজ করা পোশাক বেছে নিচ্ছেন ক্রেতারা। দেশীয় ফ্যাশন হাউজগুলোর ডিজাইনে সেভাবে বৈচিত্র না থাকা আর বেশি দামই ঈদ বাজারে পিছিয়ে পড়ার অন্যতম কারণ বলে জানালেন ক্রেতারা।
তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়াকেই দামের উর্ধ্বগতির কারণ বলে জানালেন বিক্রেতারা।
গত কয়েক বছরের মতো এবারও ঈদবাজারের ফ্যাশনে বিদেশি পোশাকের দাপট। চাহিদা বেশি থাকায় ভারতীয়-পাকিস্তানি থ্রীপিসে বাজার ভরা। বলিউডের সিনেমা, অভিনেত্রী আর সিরিয়ালগুলোর জনপ্রিয় চরিত্রের নামের পোশাক চলছে বেশ। গতবারের ফ্লোরাটাস, ক্যাটরিনা, ধুম-থ্রি'র পাশাপাশি এবার যোগ হয়েছে সারারা, কোটি, কিরণমালা। আর হাল ফ্যাশনের পালাজোর সঙ্গে তাল মিলিয়ে কামিজ-কুর্তার ডিজাইনেও এসেছে বৈচিত্র।
ক্রেতাদের নজর কাড়তে নানা নামে এসব পোশাক তুলে ধরছেন বিক্রেতাদের।
এদিকে, তুলনামূলকভাবে দাম একটু বেশি হওয়ায় এখনো সেভাবে বিক্রি শুরু হয়নি দেশীয় ফ্যাশন হাউজগুলোতে। উপকরণের ব্যয় ও উৎপাদন খরচ বেড়ে যাওয়াই এর কারণ বলে জানালেন বিক্রেতারা।
তবে কিছু কিছু ক্রেতা বরাবরের মতোই উৎসবে প্রাধান্য দিয়ে থাকেন দেশীয় পোশাককেই।