সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
প্রকাশ পেল পারিবারিক ও সামাজিক গল্পকে কেন্দ্র করে জলসা বাংলা মিডিয়া প্রডাকশন কোম্পানির প্রথম একক নাটক "আপন হয়ে পর"। জলসা বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া এই নাটকটি সমাজে নারীদের ছোট করে দেখার প্রতিবাদ স্বরুপ নির্মাণ করা হয়েছে। ফুটে উঠেছে নারীদের জীবনের কণ্টকময় যাত্রার চিত্র।
নাটকটিতে অসাধারন দুটি গান রয়েছে। একটি রোমান্টিক এবং অন্যটি স্যাড ভার্সন। নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া আহমেদ, সবুজ, হৃদয় রাজ, ইয়ামুন, আনজুম এবং রিপন।
নাটকটির গল্পকার, সম্পাদনা এবং পরিচালনা করেছেন জলসা বাংলা মিডিয়া প্রডাকশন কোম্পানির কর্ণধার ফয়সাল খান শুভ। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ইউরোপিয়ান ইউনিভারসিটির লেকচারার অনিম মাহমুদ। প্রযোজনা করেছেন মেমোরি জাহান মিতু।
জলসা বাংলা ২০২০ সালের ১৩ই মার্চ থেকে শুরু করে প্রায় ১২শ'র অধিক সমাজের নানাবিধ শিক্ষণীয় বিষয়কে কেন্দ্র করে শর্টফিল্ম বানিয়েছে।যা সামাজিক মাধ্যম ফেসবুকে তাদের অফিশিয়াল পেইজে কোটি দর্শকের ভালবাসা অর্জন করেছে।
নাটক "আপন হয়েও পর" সম্পর্কে পরিচালক ফয়সাল খান শুভ বলেন, সামাজিক সুস্থ ধারার বিনোদোনের পাশাপাশি যদি দর্শককে একটিও শিক্ষণীয় বার্তা প্রদান করা যায়, তাহলে আমি মনে করি দর্শক উপকৃত হবেন। টানা তিন বছর সেভাবেই কাজ করে যাচ্ছি। জলসা বাংলা পুরো টিম, সাজিদ, রুম্মান, শাওন, হাবিব, শ্রাবন, সজিব এবং আনজুম তাদের সেরাটা দিয়ে চেষ্টা করেছে এই নাটকটিকে আকর্ষণীয় করার জন্যে। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমরা কোটি কোটি ভিউ'র জন্যে অমার্জিত বা অশালীন কৌশল অবলম্বন করে নাটক নির্মাণ করি না। ভবিষ্যতেও করবো না। আমরা চেষ্টা করি বাস্তাবতা এবং সুস্থ ধারার বিনোদনের সাথে থাকতে।
প্রতি ১০ দিন পর পর জলসা বাংলার একক নাটক অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে বলেও জানান তিনি।
কে