সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ছড়াসম্রাট জগলুল হায়দার এর কথা ও সুরে সম্প্রতি রিলিজ হলো টিনএজ ট্রেন্ড বেসিক মিউজিক ভিডিও "পাশের বাড়ির মাইয়া"
জোবায়েদ সুমন এর কণ্ঠে, মোশারফ সেতুর সংগীতে ভিডিওতে মডেল হয়েছেন জনপ্রিয় টিকটক জুটি শাকিল ব্রো ও নুসরাত জাহান।
হায়দার টিউন এর ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ,ইন্সটাগ্রাম আইডি ও টিকটক আইডি থেকে গানটি প্রচারিত হচ্ছে।
এ এস শাকিল চৌধুরীর ভিডিও ও সম্পাদনায় গানটির ভিডিও নির্মাণ করেছে টিম হায়দার টিউন।
গানটি সম্পর্কে জগলুল হায়দার বলেন, টিনএজ প্রেম নিয়ে চলতি সময়কে মাথায় রেখে গানটা করছি। কথায় যেমন তেমনি সুরেও একটা রোমান্টিক আবহ ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। গায়ক জোবায়েদ সুমনের কণ্ঠ আর শাকিল ও নুসরাতের অভিনয়ে মান্টিক আবহ চমৎকারভাবে ফুটে উঠেছে। আশা করি দর্শক হায়দার টিউনে প্রচারিত এই গানটাকে ভালোভাবে গ্রহণ করবেন।
এফএইচ/