সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিয়ের পিঁড়িতে বসলেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া। পাত্রের নাম মোস্তাক কিবরিয়া। পেশায় একজন ব্যবসায়ী।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুই পরিবারের উপস্থিতিতে বিয়ে করেছেন তারা।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে নায়িকা নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কেয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, ‘আলহামদুলিল্লাহ। বিয়ে করলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
উল্লেখ্য, পরিচালক মনতাজুর রহমান আকবর নির্মিত ‘কঠিন বাস্তব’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন সাবরিনা সুলতানা কেয়া। তখন তার বয়স মাত্র ১৪ বছর। এরপর টানা ডজনখানেক সিনেমায় অভিনয় করেন তিনি। ক্যারিয়ারে নায়ক মান্না, রুবেল, আমিন খান, রিয়াজ, ফেরদৌস, শাকিব খানদের মতো নায়কদের বিপরীতে অভিনয় করেছেন কেয়া।
তবে ক্যারিয়ার যখন সাফল্যের চূড়ায়, তখনই সিনেমা থেকে তিনি অন্তরালে চলে যান। পরবর্তীতে ২০১৫ সালে ‘ব্লাক মানি’ দিয়ে আবারও পর্দায় ফেরেন অভিনেত্রী। বর্তমানে কেয়া অভিনীত বেশ কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।
আরএ