সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাংলাদেশে প্রথম ভেড়ারপালসহ একটি মিউজিক ভিডিও নিয়ে আসছে নাট্য নির্মাতা রানা বতর্মান। নতুন এই গানে কণ্ঠ দিয়েছেন জেনিফার গোমেজ।
এরই মধ্যে শেষ হয়েছে মিউজিক ভিডিওর শুটিং। কম্পোজিশন করেছেন ফুয়াদ আল ডালিম ও রাকেশ রকি। প্রযোজনা করছেন কানাডিয়ান প্রবাসী বাংলাদেশি প্রযোজক রিচ গোমেজ। গানের কথা লিখেছেন ফ্যামেলি ড্রামাখ্যাত নির্মাতা রানা বর্তমান। ভিডিও নির্মাণও করেছেন গীতিকার।
রানা বর্তমান গানটি প্রসঙ্গে বলেন, ‘আমি এ ধরনের সঙ্গীত লিখতে অভ্যস্ত নই, তারপরও মাথামোটা টিকটকার কিংবা রুচিহীন দর্শকদের জন্য পরিবেশ পরিস্থিতির কারণে লিখতে হয়। আমার সঙ্গে সঙ্গিত শিল্পীও একমত। তারপরও ভিউর স্রোতধারায় আমার কবিতা থেকে সঙ্গীত রচনা করা। পাশাপাশি সীমিত পরিসরে মিউজিক ভিডিও নির্মাণ করা। তবে দর্শকদের সঙ্গীতের পাশাপাশি ভিডিও দেখে বিনোদন পাবে বলে আশা করছি।
এ প্রসঙ্গে সঙ্গীত শিল্পী জেনিফার বলেন, ‘কোনো উপলক্ষ ছাড়াই বেশ বড় আয়োজনে তৈরি করা হয়েছে ধলাঁচান গানটি। নতুন বছর উপলক্ষে রানা বতর্মান ভাইয়ের আরও একটি গান ‘স্বপ্নের আমার কষ্ট বড়’ গানটি রিলিজ করার পরিকল্পনা করছি। এবার ভালোবাসা দিবসও অসাধারণ একটি রোমান্টিক গান রিলিজ করব, যার সুর করেছেন ফোক খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী কামরুজ্জামান রাব্বি। এছাড়াও বৈশাখী মেলাকে মাথায় রেখে করেছি বাংলা মেলা। বাংলার মেলা গানের লিরিক্স করেছেন রিপন, সুর করেছেন দেশের জনপ্রিয় কন্ঠশিল্পী মোহাম্মদ মিলন আরও বলেন, ইতোমধ্যে সব গানের রেকর্ডিং শেষ হয়েছে। কেবল একটি গানের কণ্ঠ বাকি আছে। সঙ্গীতের টাইটেল ‘ছেড়া মন’। সব গানগুলো দেখতে পাবেন জেনিফার গোমেজ ইউটিউব চ্যানেলে।