সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ছাত্র আন্দোলনে প্রথম থেকে নাট্য নির্মাতা রানা বর্তমান অংশগ্রহণ নেন। ফেসবুকে প্রতিবাদের পাশাপাশি সরব ছিলেন রাজপথেও। ছাত্রদের উৎসাহিত করতে লিখেছেন একটি সাহসী গান। গানের কথাগুলো ছাত্রদের ব্যবহারিত সব স্লোগান ও তৎকালীন সময়ের গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর।
‘আমার ভাইরে মারলি কেন’ শিরোনামে গানটিতে কণ্ঠ দিয়েছেন জেনিফার গোমেজ। ইতোমধ্যে গানটির রিল সঙ্গীত শিল্পী জেনিফার প্রোফাইলে ৫ মিলিয়ন ভিউসহ ইউটিউবে ১ মিলিয়ন ৪ লাখ। গানটি দেশের সাধারণ মানুষের কাছে এমন গ্রহণযোগ্যতা পেয়েছে তা গীতিকারের কাছে সত্যিই আনন্দের।
সঙ্গীত শিল্পী জেনিফার গোমেজ বলেন, রানা বর্তমান ভাইয়ের গানের লিরিক্স প্রথম দেখেই আমার ভালো লেগেছে। কিন্তু কিছুদিন পর একটু ভয়ও কাজ করছিল। তবে আমি গানটি আরও সুন্দর করে গাইতে পারতাম, যদি আরও একটু বেশি সময় পেতাম, সেই সময়টা ছিল না।
জেনিফার গোমেজ আরও বলেন, আমি ভীষণ আনন্দিত যে- দেশের ছাত্র সমাজের পাশে আমি একজন কণ্ঠযোদ্ধা হিসেবে দাঁড়াতে পেরেছি। আমিও একসময় ছাত্রী ছিলাম। তাই সেই দায়িত্ববোধের জায়গা থেকে শুধু ছাত্র-ছাত্রীদের উৎসাহ দিতেই আমার এই সামান্ন্য চেষ্টা।
আরএ