সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বক্স অফিসে ঝড় তুলতে না পারলেও ব্যবসার নিরিখে থালাপতি বিজয়ের ‘দ্য গোট-গ্রেটেস্ট অব অল টাইম’র শুরুটা দুর্দান্ত হয়েছিল। ছবিটি ঘিরে দর্শকের আগ্রহ ছিল তুঙ্গে। রাজনৈতিক দল গঠনের পর এটাই ধরা হচ্ছে এই দক্ষিণী সুপারস্টারের ক্যারিয়ারের শেষ ছবি। তাই অগ্রিম টিকিট বিক্রিতে হিড়িক পড়ে গিয়েছিল।
স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, প্রথম দিনে ‘গোট’ আয় করে ৪৩ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ৬১ কোটি টাকার বেশি। এর মধ্যে তামিল থেকে ৩৮ কোটি ৩০ লাখ রুপি রুপি বা ৫৪ কোটি টাকা। তেলুগু থেকে তিন কোটি এবং হিন্দি থেকে এক কোটি ৭০ লাখ রুপি ঘরে তুলেছে। টাকার হিসেবে এর পরিমাণ যথাক্রমে চার কোটি ২৬ লাখ ও দুই কোটি ৪১ লাখ।
আল্লু অর্জুনের ‘পুষ্পা’ কিংবা রজনীকান্তের ‘জেলার’ হিন্দিতে যতটা আলোড়ন তুলেছিল, সেই তুলনায় ‘গোট’ অনেকটাই পিছিয়ে। এমনকি ২০২৩ সালে নিজের ‘লিও’ সিনেমাটিকেও ছাড়িয়ে যেতে পারেননি বিজয়।
ভারতের বাইরে প্রথম দিনে ‘গোট’ ৫০ কোটি রুপি তথা ৭১ কোটি ১৪ লাখ টাকা আয় করেছে। এর মধ্যে আমেরিকা থেকেই ৫ কোটি ৫০ লাখ রুপি বা সাত কোটি ৮২ লাখ টাকা ঘরে তুলেছে। ভারত ও সারা বিশ্ব মিলিয়ে এই ছবির ব্যবসা দাঁড়ায় ৯৮ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ১৩৯ কোটি টাকা। অবশ্য ‘লিও’ কেবল আন্তর্জাতিক বাজার থেকেই ঝুলিতে পুরেছিল ১৪২ কোটি রুপি বা ২০২ কোটি টাকা। সেই হিসাবে বলা যায়, শুরুটা ভালো ছিল। চলচ্চিত্র সংশ্লিষ্টরা ধারণা করেছিলেন, দিন গড়ানোর সঙ্গে সঙ্গে ব্যবসা বাড়বে।
তবে দ্বিতীয় দিনে ছবিটির বড় ধরনের পতন হয়। এ দিন আয় করেছে মাত্র ৫৪ কোটি রুপি বা প্রায় ৭৬ কোটি টাকা। ফলে এর আয় কমেছে ৪৩ শতাংশ।
ভেঙ্কট প্রভু পরিচালিত ‘গোট’র বাজেট ছিল ৩৮০ কোটি রুপি কিংবা ৫৪০ কোটি টাকা। বিজয়ের পারিশ্রমিক ছিল ১৭৫ কোটি রুপি। যেটি বাংলাদেশি মুদ্রায় ২৪৯ কোটি ৫৯ লাখ টাকার বেশি। বৈজ্ঞানিক কল্পকাহিনির প্রেক্ষাপটে নির্মিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন তিনি। বাবা-ছেলের ভূমিকায় ধরা দিয়েছেন পর্দায়।
কে