দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
শাহরিয়ার নাজিম জয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন মিষ্টি জান্নাত। আর এতেই সরগরম নেটপাড়া।
কিছুদিন আগে শাকিব খানের তৃতীয় বিয়ের জন্য পাত্রী খোঁজার খবর প্রকাশ্যে আসে। আর এটাকে কেন্দ্র করে মিষ্টি জান্নাত গুঞ্জন সৃষ্টি করেন, তার সঙ্গে নাকি দেশের চলচ্চিত্রের সবচেয়ে বড় এই তারকার বিয়ের কথা চলছে। যদিও খোলাসা করে কিছু বলছেন না।
মিষ্টির ছড়ানো এই গুঞ্জন নিয়ে মুখ খোলেন জয়। তিনি জানান, এ নায়িকা ভাইরাল হতেই শাকিবকে জড়িয়ে এসব কথা বলছেন। তা ছাড়া বিয়ে হলেও টিকবে না।
জয়ের এই কথায় ক্ষুব্ধ হয়েছেন মিষ্টি। তার দাবি, শাহরিয়ার নাজিম জয় তাকে চেনেন। তবুও না চেনার অভিনয় করেছেন।
তিনি জানান, জয় তাকে প্রায়শই মেসেজ দেন। নিকেতনে আসলে একসঙ্গে বসে কফি খান। তবুও তাকে না চেনার ভান করেছেন।
এরপরই মিষ্টি দাবি করেন, জয় তাকে অফস্ক্রিনে চুমু দেন। তার নামে নেতিবাচক কথাও নাকি বলেন। সিনিয়র না হলে জয়কে থাপ্পড় মারতেন বলেও জানান মিষ্টি। এমনকি তাকে বেয়াদব বলেও তিরস্কার করেন।
২০১৪ সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে শুরু করেন রুপালি পর্দার ক্যারিয়ার। এরপর নিয়মিত কাজ করলেও জনপ্রিয়তা তেমন একটা পাননি। অভিনেত্রী পরিচয়ের বাইরে তিনি একজন দন্ত চিকিৎসক।
এস