সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
এক সময়ের দেশীয় চলচ্চিত্রের আলোচিত অভিনেতা ছিলেন মেহেদি। পাগল মন চলচ্চিত্র দিয়ে নিজের আলো ছড়িয়েছিলেন। এরপর অনেক সফল সিনেমায় অভিনয় করেন তিনি। তবে, এরপর কয়েকটি ছবি করে সমালোচনা কম শুনতে হয়নি এ অভিনেতাকে।
অনেক দিন ধরেই চলচ্চিত্রের আঙিনায় তাকে দেখা যায় না। শুক্রবার (১৯ এপ্রিল) তাকে দেখা গেল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে।
চিত্রনায়ক মেহেদী হাসান বললেন, এখন আমি ধর্মীয় কাজে সময় দিচ্ছি। নিয়মিত জামাত, চিল্লায় যেতে হচ্ছে। যেহেতু মানুষ হয়ে জন্ম নিয়েছি তাই ধর্ম কর্ম তো করতেই হবে।
তিনি বলেন, আমি মুসলিম তাই আমাকে নিয়মিত নামাজ, রোজা করতে হবে। এখন সেটা খুব মনোযোগের সঙ্গে করতে হচ্ছে। চলচ্চিত্র থেকে একেবারে বিচ্ছিন্ন হননি তিনি, সামনে তার চলচ্চিত্র আসছে বলেও জানান তিনি।
এই চিত্রনায়ক বলেন, আমি চলচ্চিত্র থেকে একেবারেই হারিয়ে যাইনি। সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে আমার চারটি চলচ্চিত্র।
আরএ