সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কয়েকদিন ধরেই দক্ষিণী অভিনেত্রী নয়নতারার বিবাহ বিচ্ছেদের গুঞ্জন সিনেমাপাড়ায়। তবে এই নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি তিনি বা তার স্বামী ভিগনেশ।
তবে সম্প্রতি এক ছবিতেও যেন এই গুঞ্জনে জল ঢাললেন নয়নতারা। ভিগনেশকে জড়িয়ে ভালোবাসায় ডুবে গেলেন তারা। সেই ছবি পোস্ট করেই যেন নিন্দুকদের মুখে ছাই দিলেন শাহরুখের ‘জওয়ান’ ছবির নায়িকা।
খ্রিস্টান পরিবারে জন্ম নয়নতারার। পরে হিন্দু ধর্ম গ্রহণ করেন। একসময় তার সঙ্গে প্রভুদেবার সম্পর্কের গুঞ্জন শোনা যেত। ২০১৫ সালে দক্ষিণী পরিচালক ভিগনেশ শিবনের পরিচালনায় ‘নানুম রাউডি ধান’ সিনেমায় অভিনয় করেন তিনি। সেই থেকেই প্রেম। ২০২২ সালের জুন মাসে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন দুজন। বিয়েতে শাহরুখ খানও উপস্থিত ছিলেন।
২০২২ সালের অক্টোবর মাসেই সারোগেসির মাধ্যমে যমজ সন্তান উইয়ার ও উলাগামের জন্মের কথা জানান নয়নতারা ও ভিগনেশ। তা নিয়ে বিস্তর হইচই হয়। সারোগেসির নিয়ম ভঙ্গের অভিযোগ ওঠে তারকা দম্পতির বিরুদ্ধে। কারণ, নিয়ম অনুযায়ী বিয়ের অন্তত পাঁচ বছর পর কোনো দম্পতি সারোগেসির আবেদন করতে পারেন। যদিও পরে জানা যায়, বছর ছয়েক আগে রেজিস্ট্রি সেরে রেখেছিলেন তারা।
আর