সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়নি। তবে এপ্রিলে হবে ভারতের লোকসভা নির্বাচন। এরমধ্যে রাজনৈতিক দলগুলো পর্যায়ক্রমে প্রার্থী তালিকা প্রকাশ করেছে।
পশ্চিবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস রোববার (১০ মার্চ) ৪২ জন প্রার্থীর নাম ঘোষণা করে। সেই তালিকায় নেই টলিউড তারকা মিমি চক্রবর্তীর নাম।
তবে বাদ পড়ায় মোটেই মন খারাপ হয়নি মিমির। কারণ, সম্প্রতি নিজেই রাজনীতি থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। এমনকি এও জানিয়েছিলেন যে, লোকসভা নির্বাচনের প্রার্থী তিনি হতে চান না। মিমির পরিবর্তে যাদবপুর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন সায়নী ঘোষ। তবে এই বিষয়ে অভিনেত্রীর যে কোনো আক্ষেপ নেই, তার প্রমাণ মিলল ইনস্টাগ্রাম স্টোরিতে।
এদিন যখন ব্রিগেডের জনগর্জন সভা থেকে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ পেল, তখন মিমির ইনস্টা স্টোরিতে দেখা গেল, বন্ধুদের সঙ্গে আড্ডায় ব্যস্ত। বন্ধু অনিন্দ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, হ্যাপি সানডে। তার চোখেমুখেও উচ্ছ্বাস ধরা পড়েছে।
এর আগে সাংসদ তহবিলের হিসেব নিয়ে বিরোধী শিবির সমালোচনা করতেই কাজের খতিয়ান দেখিয়ে নিন্দুকদের পাল্টা চ্যালেঞ্জও দেন মিমি।
অবশেষে অভিনেত্রীরই ইচ্ছাপূরণ। লোকসভা নির্বাচনে লড়তে হচ্ছে না তাকে। তবে রাজনীতি থেকে সরে যাওয়ার ঘোষণা করার পর মিমি যে বেশ খুশিতেই রয়েছেন, তা অভিনেত্রীর সমাজমাধ্যমের পাতায় উঁকি দিলেই বেশ বোঝা যাচ্ছে।
আর