সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। রোববার (১০ মার্চ) প্রার্থীদের নাম ঘোষণা করেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক ব্যানার্জি।
তালিকায় ৪২ জন প্রার্থীর মধ্যে নেই টলিউড তারকা মিমি চক্রবর্তী ও নুসরাত জাহানের নাম। তবে দেবের ওপর ভরসা হারায়নি দলটি। ঘাটাল থেকেই লড়বেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের খবর বলছে, যাদবপুর আসন থেকে মিমি চক্রবর্তী সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবার তার পরিবর্তে টিকিট পেয়েছেন সায়নী ঘোষ।
বসিরহাট আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন অভিনেত্রী নুসরাত জাহান। তার এ আসনে কোনো তারকাকে মনোনয়ন দেওয়া হয়নি। এ আসনে লড়বেন হাজী নুরুল ইসলাম।
এ ছাড়া প্রথমবার লোকসভা নির্বাচনে লড়তে যাচ্ছেন অভিনেত্রী রচনা ব্যানার্জি। হুগলি থেকে টিকিট পেয়েছেন এই অভিনেত্রী। তার বিপরীতে লড়বেন বিজেপির তারকা প্রার্থী লকেট চ্যাটার্জি।
মেদিনীপুর থেকে তৃণমূলের টিকিট পেয়েছেন অভিনেত্রী জুন মালিয়া, আসানসোল থেকে তৃণমূলের প্রার্থী অভিনেতা শত্রুঘ্ন সিনহা, বীরভূম থেকে তৃণমূল প্রার্থী অভিনেত্রী শতাব্দী রায়।
আর