সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
উচ্ছ্বসিত ঋতাভরী চক্রবর্তী। কারণ নারী দিবসে দীপিকা পাড়ুকোন তাকে বিশেষ উপহার পাঠিয়েছেন। সামাজিক মাধ্যমে সেগুলোর ছবি প্রকাশ করে জানালেন সবাইকে।
মা হতে চলেছেন দীপিকা। আনুষ্ঠানিক ঘোষণার পর স্বামী রণবীর সিংহকে সঙ্গে নিয়ে উড়ে যান গুজরাটের জামনগরে। সেখানে অনন্ত অম্বানী- রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠানে চুটিয়ে মজা করেন কিছুদিন। কিন্তু, মুম্বাইয়ে ফিরতে না ফিরতেই ব্যাগ ভর্তি উপহার পাঠালেন ঋতাভরী চক্রবর্তীকে।
কিন্তু কীভাবে হলো ঋতাভরী-দীপিকার বন্ধুত্ব? ভারতীয় গণমাধ্যমকে বাঙালি এই অভিনেত্রী বলেন, ‘আমাদের আসলে বন্ধুত্ব নেই। আমার সঙ্গে একবারই দেখা হয়েছিল দীপিকার। তা-ও আবার ২০১৮ সালে পরিচালক-প্রযোজক দীনেশ বিজনের বিয়েতে। একবারই তখন কথা হয়। তারপর শুক্রবার এমন একটা উপহার পেয়ে ভীষণ খুশি।’
তবে দীপিকার এমন সৌজন্য দেখে অনেক কিছু শিখলেন বলেই জানান ঋতাভরী। খানিকটা খাতায় লিখে রাখার মতোও নাকি বিষয়টা। তার কথায়, ‘আসলে দীপিকার প্রসাধনী সংস্থা নারী দিবস উপলক্ষে এমন কিছু নারীকে উপহার পাঠাতে চায়, যারা স্ব-ক্ষেত্রে ভালো কাজ করেছেন। সেজন্য আমার সঙ্গে যোগাযোগ করেন তারা। প্রথমে আমি ভেবেছিলাম, হয়তো আমার স্টোরিতে তার প্রসাধনীর বিজ্ঞাপনের জন্য কিছু লিখতে হবে। তবে তেমন কিছুই না। আমি নিজেই স্টোরিতে পোস্টটা দিই। আমি ভীষণ খুশি। পাশপাশি এটাও মনে হচ্ছে, দীপিকার মতো এমন এক জন তারকাও নতুন প্রজন্মের জন্য ভাবছেন ও তাদের উৎসাহিত করছেন। আসলে অন্য যেসব তারকার এমন প্রসাধনী ব্র্যান্ড রয়েছে, তারা হালকা করে এ কথা ছুঁয়ে যান যাতে তাদের প্রচারটা হয়। দীপিকা একেবারেই সেরকম নন। আমি এটাই শিখলাম তার কাছ থেকে যে, সবকিছু জীবনে নিজের লাভের জন্য নয়, অন্যদের উৎসাহ দেওয়াটাই বিশালতার লক্ষণ।’
অনেকেরই কৌতূহল, বলিউডের ‘মস্তানি’ কী পাঠালেন ঋতাভরীকে? নিজস্ব প্রসাধনী ব্যান্ড ‘৮২° ইস্ট’র বেশ কয়েকটি প্রসাধনী পাঠিয়েছেন দীপিকা। এ ছাড়াও রয়েছে সুগন্ধি মোম ও বাথরোব।
আর