সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
তরুণ প্রজন্মের মডেল-অভিনেত্রীর মধ্যে আলোচিত নাম রুকাইয়া জাহান চমক। ওয়েব সিরিজ ‘মহানগর’সহ বেশ কয়েকটি টিভি নাটকে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি। এবার বড় পর্দায় নাম লেখালেন চমক।
প্রথম সিনেমায় নায়ক হিসেবে পাচ্ছেন চিত্রনায়ক নিরব হোসেনকে। সম্প্রতি ‘জয় বাংলা ধ্বনি’ নামে এই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন ‘ন ডরাই’ নায়িকা সুনেরাহ। তবে শেষ পর্যন্ত সিনেমাটি থেকে সরে দাঁড়ান তিনি।
খ. ম. খুরশীদ নির্মিত নিরব-চমক ইউনিটে যুক্ত হচ্ছেন শুক্রবার (৪ নভেম্বর) থেকে। বিষয়টি নিশ্চিত করেন দু’জনেই।
চমকের ভাষ্য, ‘ভালো লাগছে এই ভেবে, আমার শুরুটা হচ্ছে মহান মুক্তিযুদ্ধের ওপর নির্মিত একটি ছবির মাধ্যমে। জানি না, নিজেকে কতটা ক্যারি করতে পারব। তবে চেষ্টা করব।’
চমক প্রসঙ্গে নিরব বলেন, ‘এ প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে চমক অন্যতম। তার গ্ল্যামার ও অভিনয় প্রতিভা দুটোই সমান্তরাল বলে আমার মনে হয়েছে। আমাদের দলে তাকে পেয়ে স্বস্তিতে আছি। আশা করছি, সিনেমায় চমকের শুরুটা ভালোই হবে।’
জানা গেছে, ১ নভেম্বর থেকে মাদারীপুরের পদ্মার চরে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। সেখানে যুক্ত হয়েছেন নিরব-চমক।
উল্লেখ্য, সিনেমার কাহিনি লিখেছেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও শ্রমিক নেতা শাজাহান খান। ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে এটি। এতে শম্ভু রাজাকারের চরিত্রে অভিনয় করবেন খ্যাতিমান অভিনেতা আসাদুজ্জামান নূর।