সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নাচ-গান, আড্ডা, রোম্যান্সে জমজমাট কাঞ্চন-শ্রীময়ীর বিয়ে। বিয়ের পর খাবার প্লেট হাতে ধরে অভিনেতার নাচ ইতোমধ্যেই ভাইরাল। কম যান না কনে শ্রীময়ীও। গানের তালে পাল্লা দিয়ে নেচেছেন। তারপর বাসর রাতের পালা! কী ঘটল সেখানে? স্বামী কাঞ্চন মল্লিকের ‘মুডের’ কথা ফাঁস করলেন বউ শ্রীময়ী নিজেই।
শনিবার (২ মার্চ) গোধূলি লগ্নে সাত পাকে বাঁধা পড়েন কাঞ্চন-শ্রীময়ী। ছাদনতলা থেকে নবদম্পতির বিয়ের রোম্যান্টিক সব ছবি ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে। কনে শ্রীময়ী চট্টরাজের পরনে লাল টুকটুকে বেনারসি আর কাঞ্চন মল্লিক বেছে নিয়েছিলেন ঘিয়ে রঙের পাঞ্জাবি। পঞ্চাশোর্ধ্ব তারকা বিধায়কের তৃতীয় বিয়ে নিয়ে চর্চার অন্ত নেই নেটপাড়ায়! তবে সেসসব কটাক্ষ, আক্রমণকে বুড়ো আঙুল দেখিয়ে নবদম্পতি মজেছেন বিয়ের আমেজে।
সন্ধ্যাবেলা বিয়ে সেরে আমন্ত্রিতদের সঙ্গে ফটোসেশনের পর ক্লান্ত শরীরে বাসর ঘরে ঢোকেন কাঞ্চন-শ্রীময়ী। চোখেমুখে ক্লান্তির ছাপ থাকলেও এনার্জি কিন্তু বিন্দুমাত্র কমেনি তাদের। কনের কণ্ঠস্বর শুনেই তা বেশ বোঝা গেল। বাসর রাতের মজার মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন শ্রীময়ী নিজেই। ক্যামেরা ধরে বর কাঞ্চনের উদ্দেশে তিনি প্রশ্ন ছুঁড়লেন, কী হয়েছে? তার উত্তরেই বিধায়ক মশাইকে মাথা দুলিয়ে বলতে শোনা যায়, মুড এসে গেছে। বন্ধুবান্ধবদের নিয়ে নাচে-গানে আড্ডায় তাদের বাসর রাত বেশ জমে উঠেছিল।
আর