সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফাল্গুনী পূর্ণিমা রাত হোক না হোক, প্রেমের জোছনায় আলোকিত অনুপম রায় ও প্রস্মিতা পালের জীবন। ফের বিয়ে করছেন অনুপম রায়। পয়লা মার্চ রেজিস্ট্রি সেরেছেন দুজন। গতকাল শনিবার রিসেপশনের ছবি এসেছে প্রকাশ্যে। ছবিতে গোলাপি রঙের শাড়িতে দেখা যাচ্ছে নববধূ প্রস্মিতাকে। তার সঙ্গে ম্যাচিং করেই পাঞ্জাবি পরেছেন অনুপম।
অনুপম-প্রস্মিতা দুজনেই গানের জগতের মানুষ। আর সেই সূত্রে পরিচয়। এক স্টুডিওতে তাদের প্রথম দেখা হয়েছিল। তখন থেকেই বন্ধুত্ব। সম্পর্ক শুরু হয় প্রায় এক বছর আগে। দুজনের পরিবারের পক্ষ থেকেই বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
২০১৫ সালে পিয়া চক্রবর্তীকে বিয়ে করেছিলেন অনুপম রায়। ছয় বছরের মাথায় বিচ্ছেদের কথা ঘোষণা করেন। খবর জানিয়ে অনুপম লিখেছিলেন, “আমাদের এই সফর খুবই সুন্দর ছিল, অত্যন্ত ভালো অভিজ্ঞতা ও সুন্দর কিছু স্মৃতি। যাই হোক, ব্যক্তিগত জীবনের কিছু মতপার্থক্যের জেরে আমাদের মনে হয়েছে স্বামী-স্ত্রী হিসেবে আলাদা হওয়ার বাঞ্ছনীয়। আমরা খুবই ভালো বন্ধু ছিলাম ও তাই-ই থাকব। একে অন্যের খেয়ালও রাখব।’
এরপর গত বছরের নভেম্বরে মাসে টলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে অনুপমের প্রাক্তন পিয়ার বিয়ের খবর শোনা যায়। রটনা ঘটনায় পরিণত হয় ২০২৩ সালের ২৭ নভেম্বর। ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সারেন পরমব্রত ও পিয়া। এবার ঘর বাঁধলেন অনুপম-প্রস্মিতা।
আর