সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
অরিজিৎ সিং মানেই সুরের মূর্ছনা। শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে দেন জিয়াগঞ্জের ভূমিপুত্র। এবার তার লাইভ কনসার্টে এক নারী ভক্ত অবাক করা কাণ্ড ঘটিয়ে বসলেন। কনসার্ট চলাকালীনই গায়ের টপ খুলে গায়কের দিকে ছুড়ে মারেন তিনি।
সামাজিক মাধ্যমে প্রকাশ্যে এসেছে ওই ভিডিও। যেখানে দেখা গেল ভক্তদের দেওয়া খাতা, ডায়েরি, এমনকি গিটারেও পর পর অটোগ্রাফ দিয়ে যাচ্ছিলেন অরিজিৎ সিং। আচমকাই মঞ্চে উড়ে এসে পড়ল এক নারীর টপ। প্রথমটায় নজর এড়িয়ে যায় গায়কের। কিন্তু চোখে পড়তেই তিনি যা করলেন, তা আপাতত নেটপাড়ার চর্চায়।
অরিজিৎ সিংয়ের গানে লিপ মেলাতে মুখিয়ে থাকেন বলিউডের তাবড় সেলেবরাও। তার লাইভ কনসার্ট মানেই ভক্তদের উন্মাদনা। তাই বলে পরনে টপ খুলে ছুড়ে মারা গায়কের দিকে!
সম্প্রতি নেপালের এক কনসার্টেই ঘটেছে এমন কাণ্ড। আর ওই নারী ভক্তর কীর্তি দেখে নিজেই তাজ্জব অরিজিৎ। কিন্তু ফিরিয়ে দেননি তাকে। বরং মঞ্চে পড়ে থাকা পোশাক সযত্নে তুলে ধরে তাতে লিখে দিলেন নিজের নাম।
মাস দুয়েকের পুরোনো হলেও সেই ভিডিওই বর্তমানে দাবানল গতিতে ভাইরাল। লাজুক অরিজিৎ সিংকে দেখে ততোধিক মজেছেন অনুরাগীরাও। কেউ কেউ আবার ওই নারী ভক্তকে ‘নির্লজ্জ’ বলেও কটাক্ষ করেছেন।
আর