সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চলে গেলেন ‘উড়ান’ খ্যাত ভারতীয় অভিনেত্রী কবিতা চৌধুরী। গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) হৃদরোগে আক্রান্ত হয়ে গুজরাটের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে এই অভিনেত্রীর বয়স হয়েছিল ৬৭ বছর। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
১৯৮৯ সালে শুরু হওয়া ধারাবাহিক ‘উড়ান’-এ অভিনয় দিয়ে দর্শকমনে ছাপ ফেলেছিলেন কবিতা। আইপিএস অফিসার কল্যাণী সিংয়ের চরিত্র তাকে রাতারাতি খ্যাতির শিখরে পৌঁছে দিয়েছিল। এ ছাড়া কবিতা চৌধুরীকে ডিটারজেন্ট পাউডার সার্ফ এক্সেলের বিজ্ঞাপনেও দেখা গিয়েছিল।
কবিতার ঘনিষ্ঠ বন্ধু সুচিত্রা বার্মা জানান, ক্যানসারে আক্রান্ত ছিলেন অভিনেত্রী। কেমোথেরাপিও চলছিল তার। তিনি খুবই কষ্টে ছিলেন।
সুচিত্রার ভাষায়, ‘ওকে হারিয়ে ভেঙে পড়েছি। ওর সঙ্গে আর দেখা হওয়ার সুযোগ রইল না। হঠাৎ যে ওর শারীরিক অবস্থার এত অবনতি হবে, জানতাম না।’
কবিতা চৌধুরী মূলত আশি-নব্বইয়ের দশকে বিখ্যাত বিজ্ঞাপনগুলোতে কাজ করেছেন। যা তাকে খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছিল।
ডিপি/