সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ভালোবাসা দিবস আর বসন্তের প্রথম দিন নতুন জীবনে পা রাখলেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।
জানা যায়, স্পর্শিয়ার বর সৈয়দ রিফাত নাওঈদ হোসেন সিলেটের ছেলে। পড়াশুনা করেছেন দেশের বাইরে। এখন একটি মাল্টিন্যাশনাল সফটওয়্যার কোম্পানির পরিচালক পদে আছেন।
এদিন কক্সবাজার সমুদ্র সৈকতে একেবারেই ঘনিষ্ঠ স্বজনদের নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন জনপ্রিয় এই তারকা।
নাওঈদের সঙ্গে পরিচয় প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, একেবারেই বিয়ের উদ্দেশ্যে পরিচয়। আমাদের এক কমন ফ্রেন্ড ঘটকালি করেছে। পারিবারিকভাবে কথাবার্তা বলার পর বিয়ের বিষয়টি চূড়ান্ত হয়। এরপর সেই সম্পর্ক ভালোবাসায় রূপান্তরিত হয়।
নাওঈদকে বিয়ে করার পেছনে কারণ জানতে চাইলে এই অভিনেত্রী আরও বলেন, আমার স্বামী হিসেবে তাকে আমার মায়ের খুব পছন্দ হয়েছে। তাছাড়াও কিছু বিষয়ে নাওঈদকে আমার মনের মতো পেয়েছি বলেই বিয়ে করেছি।
কক্সবাজারে বিয়ের পরিকল্পনা নিয়ে স্পর্শিয়া বলেন, সমুদ্র আর পাহাড় আমার ভীষণ প্রিয়। তাই সব সময় ইচ্ছে ছিল এমন জায়গায় বিয়ে করব যেখানে এ দুটোই রয়েছে। শ্বশুরবাড়ি লোকজনও আমার ইচ্ছাকে প্রাধান্য দিয়েছেন।
এর আগে, গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) কক্সবাজার সমুদ্র সৈকতেই স্পর্শিয়ার গায়ে হলুদের আয়োজন করা হয়।
ডিপি/