সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পশ্চিমবঙ্গের রাজনীতিতে মিমি চক্রবর্তীর ভবিষ্যৎ নিয়ে চলছে নানা জল্পনা। শোনা যাচ্ছে, রাজনীতিকে বিদায় জানাতে পারেন টলিউডের জনপ্রিয় এই নায়িকা।
মূলত জল্পনা শুরু হয়, রোগী কল্যাণ সমিতি থেকে ইস্তফা দেওয়ার পর। এবার আবারও সংসদের দুটি পদ থেকে ইস্তফা দিলেন মিমি চক্রবর্তী। গতকাল নলমুড়ি ও জিরানগাছা ব্লক প্রাইমারি হেলথ সেন্টার রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসন পদ থেকে ইস্তফা দিয়েছেন। এদিন তিনি লোকসভায় দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগের চিঠি পাঠান। সরে দাঁড়ান সংসদের দুটি স্ট্যান্ডিং কমিটি থেকে।
রাজনৈতিক মহল তো বটেই, সাধারণ মানুষের মধ্যেও জোরদার চর্চা শুরু হয়েছে মিমির পরপর ইস্তফা দেওয়া নিয়ে। অনেকেই সন্দিহান হয়ে পড়েছেন যে, লোকসভা নির্বাচনের ঠিক আগেই তিনি কেন এভাবে পদত্যাগ করছেন বিভিন্ন জায়গা থেকে! উঠছে প্রশ্নও।
তবে মিমি একা নন। দেবও কিছুদিন আগে একাধিক পদে ইস্তফা দিয়ে রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন। ছবিও পোস্ট করে জানান সেটাই নাকি সংসদে তার শেষ দিন। পরে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর সেই সিদ্ধান্ত বদলান তিনি। জানান, ঘাটালের মানুষের জন্য পুনরায় ভোটে লড়বেন।
আর