সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ক্যানসার নিয়ে ঠাট্টার মাশুল গুনতে হচ্ছে পুনম পাণ্ডেকে। বলা যায়, বিপাকেই পড়লেন এই মডেল-অভিনেত্রী।
ভারতের কানপুরে পুনম এবং তার স্বামী স্যাম বম্বের বিরুদ্ধে দায়ের হলো ১০০ কোটি রুপির মানহানি মামলা। নিজের জন্মভূমিতেই আইনি ঝামেলায় পড়তে হলো তাকে।
পুনম পাণ্ডে চেয়েছিলেন সার্ভাইক্যাল ক্যানসার নিয়ে সচেতনতার বার্তা দিতে। কিন্তু হয়ে গেল বিপরীত। নিজের মৃত্যু নিয়ে তো বটেই, এমনকি ক্যানসারের মতো মারণরোগ নিয়ে তার নেতিবাচক রসিকতার জেরে খেপে উঠেছেন ভক্তরা।
যে পুনম পাণ্ডে ছিলেন এযাবৎকাল নীলদুনিয়ার রাতের রানি, গত কয়েকদিনে তিনি একেবারে সামাজিক মাধ্যমে ‘ভিলেন’ হয়ে উঠেছেন। এবার মানহানি মামলায় জড়ালেন তিনি।
বলিউড সংবাদমাধ্যম সূত্রে খবর, কানপুরের পুলিশ কমিশনারের কাছে পুনম পাণ্ডের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন ফয়জান আনসারি নামে এক ব্যক্তি।
সেই অভিযোগনামায় সাফ লেখা, ১০০ কোটি রুপির মানহানি মামলা দায়ের করা হয়েছে পুনম পাণ্ডে এবং তার স্বামীর বিরুদ্ধে। শুধু তাই নয়, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার অনুরোধও জানিয়েছেন ওই ব্যক্তি।
আর