সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মুক্তির দুই সপ্তাহের মধ্যেই আইনি বিপাকে হৃতিক-দীপিকার ‘ফাইটার’। জানা গেছে, ছবির নির্মাতাদের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন ভারতীয় বিমানসেনার এক অফিসার। ছবিতে হৃতিক ও দীপিকার একটি চুম্বনের দৃশ্য রয়েছে। তাতেই আপত্তি তার।
ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আসামের বিমানবাহিনীর অফিসার সৌম্যদীপ দাস এই নোটিশ পাঠিয়েছেন। তার অভিযোগ, ছবিতে হৃতিক-দীপিকা যখন চুম্বন করেন, তখন তারা বিমানবাহিনীর ইউনিফর্মে ছিলেন। এসে বিমানসেনার গরিমা ক্ষুণ্ন হয়েছে। সেই কারণেই তিনি ছবির নির্মাতাদের আইনি নোটিশ পাঠিয়েছেন বলে খবর।
যদিও এ বিষয়ে ছবির প্রযোজক, পরিচালক বা কলাকুশলীদের কাছ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
দেশপ্রেম, অ্যাকশন আর হৃতিক-দীপিকা ম্যাজিক! এতকিছু থাকা সত্ত্বেও বক্স অফিসে ঝড় তুলতে পারেনি সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ফাইটার’। ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছিল ছবিটি। অথচ ২৫০ কোটি বাজেটের ছবিটি এখনও পর্যন্ত মাত্র ২৮৫ কোটি ব্যবসা করতে পেরেছে।
আর