সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চলচ্চিত্র নির্মাতা ইফতেখার চৌধুরীকে হুমকি দিলেন চিত্রনায়িকা রাজ রিপা। তবে খুন নয়। তার সম্মানহানি করবেন বলে ফেসবুক স্ট্যাটাসে জানান তিনি।
জানা গেছে, ২০২১ সালে ইফতেখার চৌধুরীর ‘মুক্তি’ সিনেমায় অভিনয় করেন রিপা। কয়েক বছর পেরিয়ে গেলেও এখনও এটি আলোর মুখ দেখেনি।
শোনা যাচ্ছে, রিপাকে নতুন কোনো চলচ্চিত্রে কাজ করতে দিচ্ছেন না ইফতেখার চৌধুরী। তাই তার প্রতি ক্ষুব্ধ রিপা।
এ নায়িকা লিখেছেন, “আমি কার সাথে কাজ করব কী করব না—এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। ভাই আপনি আগে ‘মুক্তি’ সিনেমা শেষ করেন, নয়তো প্রমাণগুলো নিয়ে আমি মুখ খুললে কোথাও সম্মান নিয়ে চলতে পারবেন না বলে রাখলাম ইফতেখার চৌধুরী স্যার। আমার ধৈর্য্যের কারণে এখনও ভালো আছি, ভালো থাকতে দেন, নয়তো আমার মাথার তার ছিঁড়ে গেলে কিন্তু আমি ধ্বংস হওয়ার আগে আপনাকে ধ্বংস করব, কসম আল্লাহর।”
পরে গণমাধ্যমকে রাজ রিপা বলেন, ‘সিনেমাটি অনেকদিন ধরে আটকে রেখেছেন ইফতেখার চৌধুরী। এখন শুটিংও শেষ করছেন না, আবার আমি অন্য কোথাও কাজ করি সেটাও চাইছেন না। এভাবে তো চলতে পারে না। আমার ক্যারিয়ার সংকটে পড়েছে।’
নায়িকার পোস্টের পরিপ্রেক্ষিতে ইফতেখার চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি এখনও পোস্টটি দেখিনি তাই কিছু বলতে পারছি না। তবে আমাদের সিনেমার অল্প কিছু অংশের শুটিং বাদ আছে। সেটা শেষ করেই ছবিটি মুক্তি দিব।’
রায়হান রাফি পরিচালিত ‘দহন’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় রাজ রিপার। এছাড়া বিজ্ঞাপনে মডেল হিসেবেও কাজ করেছেন তিনি। তবে এ নায়িকা বেশি আলোচনায় আসেন গেল বছর অনুষ্ঠিত সেলিব্রেটি ক্রিকেট লীগে তারকাদের মধ্যে সংঘর্ষের পর হাতের ‘মিডল ফিঙ্গার’ দেখিয়ে। যদিও পরে এমন অশ্লীল ভঙ্গি দেখানোর জন্য দুঃখ প্রকাশ করেন।
আর