সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’ নয়নতারার বিরুদ্ধে হিন্দু ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগ উঠেছে। ভারতীয় গণমাধ্যমের খবর, তার অভিনীত ‘অন্নপূরণি’ সিনেমায় রামকে অপমান করা হয়েছে।
এর জেরে থানায় ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা এফআইআর দায়ের করা হয় ‘অন্নপূরণি’র বিরুদ্ধে। পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যে, নেটফ্লিক্স সিনেমাটি নামিয়ে নিতে বাধ্য হয়।
মুম্বাইয়ের থানায় ‘অন্নপূরণি’র বিরুদ্ধে দায়ের হয়েছিল। মোট ৭ জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল। যে তালিকায় অভিনেত্রী ছাড়াও সিনেমার নায়ক, পরিচালক, প্রযোজক, প্রযোজনা সংস্থা ও স্ট্রিমিং প্ল্যাটফর্মের নামও রয়েছে।
এরপর আরও দুটি অভিযোগ দায়ের করে বজরং দল ও হিন্দু আইটি সেল। ‘হিন্দু বিরোধী’ সিনেমার তকমা দেওয়া হয়েছে নয়নতারার ছবিকে। এমনকি, এই সিনেমা নাকি লাভ জিহাদের প্রচার করেছে! সেই প্রেক্ষিতেই এবার ‘অন্নপূরণি’ দেখানো বন্ধ করল নেটফ্লিক্স। ক্ষোভের মুখে পড়ে নির্মাতা ‘জি স্টুডিও’র তরফে ক্ষমাও চাওয়া হয়েছে।
গত বছর পয়লা ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল নবাগত পরিচালক নীলেশ কৃষ্ণার ছবি ‘অন্নপূরণি’। যা ২৯ ডিসেম্বর থেকে দেখা যাচ্ছিল নেটফ্লিক্সের পর্দায়। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন নয়নতারা। তার প্রেমিক ফারহানের চরিত্রে দেখা গিয়েছে তামিল তারকা জয়কে।
আর