দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ঢালিউডে দেখা যেতে পারে বলিউডের নামকরা অভিনেতা নানা পাটেকারকে। মো. ইকবালের ‘কিল হিম-টু’তে অভিনয় করবেন তিনি। গণমাধ্যমকে নিজেই তথ্যটি নিশ্চিত করেছেন তিনি।
পরিচিত এক তামিল পরিচালকের মাধ্যমে নানা পাটেকরের সঙ্গে যোগাযোগ হয়েছে বলে জানান ইকবাল। তার কথায়, “কয়েকদিন আগে ‘কিল হিম-টু’ নিয়ে নানা পাটেকরের সঙ্গে আমাদের টিমের কথা হয়েছে। নানা পাটেকর এখনও চুক্তিবদ্ধ না হলেও গল্পটি শুনে পছন্দ করেছেন। পাশাপাশি মৌখিকভাবে সম্মতি জানিয়েছেন।”
ইকবাল আরও বলেন, ‘নানা পাটেকার স্ক্রিপ্ট পাঠাতে বলেছেন। স্ক্রিপ্ট পড়ে কোনো সংশোধনী থাকলে তা করা হবে। আশা করছি, এ মাসেই তার সঙ্গে চুক্তি হয়ে যাবে।’
‘কিল হিম-টু’ সিনেমায় অভিনয় করবেন অনন্ত জলিল ও বর্ষা। এখন চিত্রনাট্যের কাজ চলছে। তারপর শুটিং শুরু হবে।
এর আগে গেল রোজার ঈদে ‘কিল হিম’ মুক্তি পায়। এর মাধ্যমে নিজেদের প্রযোজনা প্রতিষ্ঠানের বাইরে অভিনয় করেন অনন্ত-বর্ষা। প্রথম কিস্তির সাফল্যে দ্বিতীয় কিস্তি নির্মাণ করা হচ্ছে।
আর