সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চারিদিকে যখন সবাই ইংরেজি বর্ষবরণে ব্যস্ত, ঠিক তখন প্রিয় পোষ্য হারানোর বেদনায় কাঁদলেন সায়ন্তিকা ব্যানার্জী।
সামাজিক মাধ্যমে সায়ন্তিকা জানিয়েছেন, তার পোষ্য সারমেয় বা কুকুর ফিনি মারা গেছে। এরপর থেকেই এ নায়িকার মন ভালো নেই।
কুকুরটিকে খুব ভালোবাসতেন সায়ন্তিকা। নিজের সন্তানের মতোই আগলে রাখতেন। তাই হঠাৎ প্রিয় পোষ্য মারা যাওয়ায় মুষড়ে পড়েছেন তিনি।
ফিনিকে মায়ের মতো যত্নে আলিঙ্গন করা একটি ছবি প্রকাশ করে সায়ন্তিকা লিখেছেন, ‘ফিনি, তুমি একজন দেবদূত। আমাদের কাউকে কখনও কষ্ট দাওনি। এমনকি যেদিন তুমি চলে গেছ, ২৯ ডিসেম্বর; সেদিনও নয়।’
তিনি আরও লিখেছেন, ‘‘তুমি সবসময় আমাদের হৃদয়ে থাকবে। বিশেষ করে মা ও বাবার। যদিও তুমি চলে যাওয়ার পর তাদের মধ্যে যে শূন্যতা তৈরি হয়েছে, তা মোকাবিলার জন্য লড়াই করছে। আমি নিশ্চিত যে, তারা শিগগিরিই তাদের মনকে স্থির করতে পারবে। কারণ এটা সত্য যে, শো মাস্ট গো অন। বছরের শেষ দিন তোমাকে বলতে চাই, তুমি ছদ্মবেশে আমাদের জীবনের একটি আশীর্বাদ ছিলে। মা, বাবা, সিরাজ, টিকি, কালুয়া ও আমি, সবাই মিস করছি তোমাকে।’
এদিকে একসময় মোটামুটি সিনেমা নিয়ে ব্যস্ত থাকলেও এখন রাজনীতির মঞ্চে বেশি দেখা যাচ্ছে সায়ন্তিকাকে। পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী তিনি।
আর