সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
দ্বন্দ্বের জেরে রাগ করে শুটিংয়ের মাঝপথে ঢাকা থেকে কলকাতায় চলে গেছেন সায়ন্তিকা ব্যানার্জি। এটা নিয়ে দুই বাংলার গণমাধ্যমে বেশ চর্চা হচ্ছে।
জানা যায়, নৃত্য পরিচালক মাইকেলের বিরুদ্ধে অযাচিতভাবে হাত ধরার অভিযোগ আনেন সায়ন্তিকা। নৃত্যশিল্পী বদল না হলে কাজ করবেন না বলে সাফ জানিয়ে নিজ দেশে উড়াল দিয়েছেন কলকাতার এই পড়তি নায়িকা!
এদিকে কলকাতায় গিয়ে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সায়ন্তিকা। ঘটনার বিবরণ দিয়ে সেখানকার একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘প্রথমে অন্য মাস্টারজি (নৃত্য পরিচালক) এসেছিলেন নাচের দৃশ্য শুটিংয়ের জন্য। কিন্তু সেখানেও টাকা-পয়সা নিয়ে সমস্যার জন্য তিনি চলে যান। তারপর মাইকেল নামক বাচ্চা ছেলেটি আসে।’
ছবির প্রযোজক মনিরুল ইসলামের বিরুদ্ধেও অপরিকল্পিত শুটিংয়ের অভিযোগ আনেন সায়ন্তিকা। তার কথায়, ‘দু-দিন ধর কক্সবাজারে বসে ছিলাম। অপেক্ষা করছিলাম। প্রযোজকের কোনো পরিকল্পনা ছিল না। হঠাৎ বলা হলো, নাচের দৃশ্য শুটিং করা হবে। বারবার যোগাযোগের চেষ্টার পরেও যখন মনিরুল (প্রযোজক) উত্তর দেননি তখন বলেছিলাম, আমি এইভাবে মাইকেলের সঙ্গে কাজ করব না। কিন্তু তিনি জানান, মাইকেল ছাড়া অন্য কাউকে দিয়ে কাজ করাবেন না।’
এবারই প্রথম বাংলাদেশি ছবিতে অভিনয়ের করতে এসেছিলেন। কিন্তু শুরুর অভিজ্ঞতা ভালো হলো না সায়ন্তিকার। তবে তিনি চান শুটিং শেষ করে দিতে। তবে জুড়ে দিয়েছেন কয়েকটি শর্ত।
সায়ন্তিকার কথায়, ‘তিনি (প্রযোজক) যদি সঠিক পদ্ধতিতে কাজ করেন, তাহলে আমি নিশ্চয়ই ছবিটার কাজ শেষ করব। কিন্তু তার আগে আমায় চিত্রনাট্য, শট ডিভিশন পুঙ্খানুপুঙ্খ জানাতে হবে।’
মূলত, তাজু কামরুল পরিচালিত ‘ছায়াবাজ’ নামের একটি ছবিতে অভিনয় করতে এসেছিলেন সায়ন্তিকা। এতে তার নায়ক জায়েদ খান। কলকাতা ফেরার আগে এই নায়কের সঙ্গে ‘টাইগার’ নামে আরও একটি ছবিতে কাজের জন্য চুক্তিবদ্ধ হয়ে যান। সেটি পরিচালনা করবেন কামরুজ্জামান রুমান।
আরএসও
মন্তব্য করুন