চট্টগ্রামে সকাল ৮ টা থেকে শান্তিপূর্ণভাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহন শুরু হয়েছে ব্যাপক ভোটারদের উপস্থিতিতে। তবে নগরীর লালখানবাজারে আওয়ামী লীগ সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর অফিস ও সমর্থকদের ওপর বিদ্রোহী প্রার্থীর সমর্থক ও সন্ত্রাসীদের হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়ায় কিছুটা ছন্দপতন ঘটে ভোটগ্রহনে। পরে র্যাব বিজিবি পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার পর আবার সেই কেন্দ্রে ভোটগ্রহন শুরু হয়। এছাড়া নগরীর বিভিন্ন এলাকাতে শীত উপেক্ষা করেই ব্যাপক সংখ্যক ভোটারদেরকে ভোট দেয়ার জন্য লাইনে দাড়ানো দেখা গেছে।
তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি আরো বাড়ছে। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন চলবে। নির্বিঘ্নে ভোট গ্রহনে নগরীতে প্রায় ১২ হাজারের বেশি পুলিশ বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। তবে নগরীর বিভিন্ন এলাকা থেকে বিচ্ছিন্নভাবে কিছু গোলযোগ ও সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। বিএনপি দলীয় প্রার্থীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে নগরীর কয়েকটি কেন্দ্র থেকে তাদের কয়েকজন পোলিং এজেন্টকে বের করে দেয়া হয়েছে। এদিকে পাহাড়তলী ওয়ার্ডে আওয়ামীলীগ সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের ওপর বিদ্রোহী প্রার্থী সমর্থক ও সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এখানে একটি মোটর সাইকেল পুড়িয়ে দেয়া হয়। আহত হয়েছেন অন্তত: ৬ জন। তবে পুলিশ বিজিবি এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করছে। / ভোকা