সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় রিমান্ড শেষে আরও তিন আসামিকে আদালতে আনা হয়েছে।
শনিবার দুপুরে কঠোর নিরাপত্তার মধ্যে মাহবুবুর রহমান রনি, রাজন মিয়া ও আইনুদ্দিনকে আদালতে নিয়ে আসে পুলিশ। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে পারেন বলে মহানগর পুলিশের তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক) জ্যোতির্ময় সরকার জানিয়েছেন, পাঁচদিনের রিমান্ড শেষে তিন আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার আসামি সাইফুর রহমান, অর্জুন লস্কর ও রবিউল ইসলাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে আদালতের নির্দেশে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।