উপাচার্যের পদত্যাগসহ ১২ দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের সব হলের শিক্ষার্থীদের বিকেল পাঁচটার মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বুধবার গভীর রাতে এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেওয়া হয়। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে শিক্ষার্থীদের না রাখা এবং উপাচার্য ইমামুল হকের একটি মন্তব্যকে কেন্দ্র করে মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ের মুল ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।
ক্লাস পরীক্ষা বর্জন করে ১২ দফা দাবিতে বুধবার দিনভর তাদের বিক্ষোভ চলার পর রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই ঘোষণা দেয়।