শান্তিপূর্ণ আনবিক শক্তি ব্যবহার কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের পরমাণু বিজ্ঞানী গবেষণা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান চর্চার নতুন নতুন ক্ষেত্র প্রসারিত হবে বলে মনে করেন সার্ন এর মহাপরিচালক প্রফেসর রলফ-ডিয়েটার হিউয়ে।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন মিলনায়তনে আয়োজিত সমাবেশে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
সার্নের সঙ্গে বাংলাদেশের এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই) স্বাক্ষরিত হওয়ায় গবেষণা ক্ষেত্রে দ্রুত পূর্ণাঙ্গ আন্তর্জাতিক সহযোগিতা চুক্তির পথ প্রসারিত হয়েছে বলেও মনে করেন তিনি।
তিনি বলেন, আনবিক শক্তি ব্যবহার কর্মসূচির ফলে এ দেশের গবেষক, বিজ্ঞানী ও শিক্ষার্থীদের গবেষণা দক্ষতার উন্নয়ন ঘটবে।
দুই দিনের সফরে ঢাকায় আসেন আধুনিক পদার্থ বিজ্ঞানের পথিকৃত প্রফেসর রফল-ডিয়েটার হিউয়ে।