সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
খেলোয়াড় কোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে (স্নাতক প্রথম বর্ষ) ভর্তি হওয়ার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন ৪৯ জন ক্রীড়াবিদ। এরমধ্যে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তাওহীদ হৃদয়, নারী দলের ক্রিকেটার নাহিদা আক্তার, জাতীয় দলের ফুটবলার শেখ মোরসালিন ও নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমাসহ মোট ৪৯ জন।
চলতি বছর নতুন নীতিমালার আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার মানোন্নয়ন, মানসম্মত খেলোয়াড় তৈরি এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দক্ষ ক্রীড়াবিদ তৈরির লক্ষ্যে চলতি বছরের জুলাইয়ে নতুন নীতিমালায় খেলোয়াড় কোটায় ভর্তি পরীক্ষা ছাড়াই ভর্তির সুযোগের ব্যবস্থার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সেসব কোটায় সুযোগ পেয়েছেন খেলোয়াড়রা। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খেলোয়াড়েরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের মাধ্যমে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।
আজ সোমবার থেকে আগামী বুধবারের মধ্যে নির্ধারিত ভর্তি দিয়ে পছন্দের বিষয়ের ফর্ম পূরণ করে তা জমা দিতে বলা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী খেলোয়াড় কোটায় প্রাথমিকভাবে নির্বাচিতদের মধ্যে আছেন ফুটবলার আনিছুর রহমান জিকো, শেখ মোরসালিন, মো. মেরাজ হোসেন, ঋতুপর্ণা চাকমা ও রেহেনা আক্তার। ক্রিকেটার মো. তাওহীদ হৃদয়, আরিফুল ইসলাম, প্রান্তিক নওরোজ নাবিল, শাহরিয়ার সাকিব, মাহফিজুল ইসলাম, সাকিব শাহরিয়ার, আশরাফুল ইসলাম সিয়াম, নাহিদা আক্তার, দিপা খাতুন, রিয়া আক্তার শিখা, মিষ্টি রানী সাহা ও হালিমাতুল সাদিয়া।
অ্যাথলেটিক্স খেলোয়াড়দের মধ্যে ভর্তির সুযোগ পেয়েছেন মো. খালিদ মুহিবুল্লাহ, নুসরাত জাহান রুনা, নেহা রানী অধিকারী ও জুয়ায়রীয়া অধিকারী। সাঁতার থেকে শ্রাবন্তী আক্তার, রোল বল থেকে ইসরাত জাহান রুমা। খো খো খেলোয়াড়দের মধ্যে মোছা. লামিয়া আক্তার লিমা ও মোছা. রাশিদা আক্তার।
আর্চারি থেকে দিয়া সিদ্দিকী, হিমু বাছাড় ও প্রদীপ্ত চাকমা। উশু থেকে মো. আবদুল্লাহ আল সাদিক, ব্যাডমিন্টন থেকে খন্দকার আবদুস সোয়াদ, ফারজানা সুলতানা ঐশী ও গৌরব সিংহ। বক্সিং থেকে আফরা খন্দকার, বাস্কেটবল খেলোয়াড় অনিরুদ্ধ তালুকদার বর্ণ পেয়েছেন ভর্তির সুযোগ।
এছাড়াও ভলিবল খেলোয়াড়দের থেকে মো. রিফাত হোসেন, আলী আল মুরাম্মার রাকেশ সৈকত, মোসা. টুম্পা আক্তার ও তানভীর হোসেন তন্ময়। শুটিং থেকে মনিকা আহমেদ ইমা, কারাতে থেকে জান্নাতুল ফেরদৌস সুমী, হ্যান্ডবল থেকে নুসরাত জাহান নূপুর পেয়েছেন ভর্তির সুযোগ।
হকি থেকে আলামিন মিয়া, আমিরুল ইসলাম, মো. আবেদ উদ্দিন, এম এম মেহরাব হাসান সামিন ও মো. রাকিবুল হাসান। জুডো খেলোয়াড় মো. সামসুদ্দোহা সৌরভ এবং তায়কোয়ানডো থেকে ফয়সাল আহমেদ নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য।
এমআর/
মন্তব্য করুন