সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন বলেন, সবকিছু নিয়ম মেনে করা হবে। নিয়মের বাইরে থেকে কোনকিছু করা হবে না। নতুন এসেছি, সবকিছু বুঝতে একটু সময় লাগবে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা জানান।
অধ্যাপক শরমিন বলেন, আমি শিক্ষার্থীদের কথা শুনতে এসেছি। নিয়মতান্ত্রিকতার মধ্যে ধীরে ধীরে সবকিছু করা হবে। শিক্ষার্থীদের দাবিও যথাসম্ভব গুরুত্ব দিয়ে দেখা হবে। তবে একটু সময় লাগবে। যেহেতু আমি নতুন। সবকিছু পর্যবেক্ষণ করছি। আমি খুশী হয়েছি তোমরা তোমাদের দাবিগুলো সুশৃঙ্খলভাবে তুলে ধরেছ।
এসময় বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী হাসিবুর রহমান হাসিব জানান, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের দুটি কোরাম বিদ্যমান আছে। যারা এখনো মাথাচাড়া দিয়ে উঠতে চায়। আমরা প্রাধ্যক্ষ হিসেবে একজন নিরপেক্ষ শিক্ষক চাই। যিনি শিক্ষক কোরামের উর্ধ্বে থেকে শিক্ষার্থীদের জন্য কাজ করবেন।
শিক্ষার্থীদের পক্ষ থেকে রসায়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়ামিন দশ দাবি তুলে ধরেন। দাবিগুলো হল- হলে দ্রুত সময়ের মধ্যে প্রভোস্ট নিয়োগ প্রদান করতে হবে। হলের সিট ভাড়া যৌক্তিকভাবে কমিয়ে আনতে হবে। হলের ডাইনিং-এ ভর্তুকি প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে হবে। হল মসজিদে দ্রুত সময়ের মধ্যে ইমাম নিয়োগ প্রদান করতে হবে। হলে স্থায়ী জেনারেটরের ব্যবস্থা করতে হবে। হলের রিডিং রুমে সিট সংখ্যা বৃদ্ধি, এসি এবং বুক সেলফের ব্যবস্থা করতে হবে। হলে চারপাশে সুপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা করতে হবে। হলে কেন্দ্রীয় অজুখানার ব্যবস্থা করতে হবে। হলে পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য জনবল বৃদ্ধির ব্যবস্থা গ্রহণ করতে হবে। হলে ইন্টারনেট পরিষেবা উন্নতি করণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক নাজমুল কায়েস,ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক ড. তাজিজুর রহমান,গণিত বিভাগের শিক্ষক বিজান কৃষ্ণ সাহা, সহকারী প্রক্টর মারুফা আক্তার, দর্শন বিভাগের মো. আবু সালেম,আইন বিভাগের শিক্ষক আলমগীর হোসেন শিপনসহ শিক্ষার্থীবৃন্দ ও কর্মকর্তা প্রমুখ।
এফএইচ