সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কোটা আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে কোনও এইচএসসি পরীক্ষার্থী আটক হয়ে থাকলে তার মুক্তির জন্য আইনি সহায়তা দেবে শিক্ষা মন্ত্রণালয়। এ জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। পরীক্ষার্থী আটকের কোনও তথ্য থাকলে মামলা নম্বরসহ বিস্তারিত [email protected] ইমেইল ঠিকানায় জানানোর অনুরোধ করেছে মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ইতোমধ্যে চারজন পরীক্ষার্থীর জামিন হয়েছে। রাজউক উত্তরা মডেল কলেজ ও বিএএফ শাহীন কলেজের পরীক্ষার্থীদের আগামী রবিবার জামিনের ব্যবস্থা করা হবে। যাদের জামিন হয়েছিল তাদের দুজন ইতোমধ্যেই কারাগার থেকে মুক্তি পেয়েছে। বাকিরা রোববারের মধ্যে মুক্তি পাবে।
এর আগে, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বলেন, কোনো এইচএসসি পরীক্ষার্থী আটক থাকলে তাদের আইনি সহায়তা দিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।
এফএইচ