সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের লিখিত পরীক্ষা শেষ হয়েছে শুক্রবার (২৯ মাচৃ)। জানা গেছে ঢাকা-চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে অনুষ্ঠিত এই পরীক্ষার ফল প্রকাশ করা হবে ঈদুল ফিতরের পর। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত গণমাধ্যমকে এ এমনটাই জানিয়েছে।
ইতোমধ্যে তৃতীয় ধাপের পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন শুরু হয়েছে। তবে চলতি সপ্তাহ ছাড়াও আগামী সপ্তাহে মাত্র দুদিন সময পাওয়া যাবে। এছাড়া কয়েকটি জেলা থেকে উত্তরপত্র ঢাকায় পাঠাতে দেরি হবে বলে জানান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক।
তিনি বলেন, সেজন্য ঈদের আগে ফল প্রকাশ করা সম্ভব হবে না। আশা করছি, ঈদের ছুটি শেষে অফিস খোলার পরপরই তৃতীয় ধাপের ফল প্রকাশ করতে পারব।
ঢাকা-চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে পরীক্ষা বিভাগের ৪১৪টি কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা হয়। এতে প্রার্থী ছিলেন প্রায় সাড়ে তিন লাখ।
এফএইচ